বিজেপি জিতলে প্রশাসনিক সদরদপ্তর নীলবাড়ি থেকে স্থানান্তরিত হবে লালবাড়িতে, মন্তব্য শমীকের
বিজেপি জিতলে প্রশাসনিক সদরদপ্তর হবে রাইটার্স বিল্ডিং
একুশে বাংলা বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততোই বাড়ছে রাজনৈতিক দলগুলির প্রচার করার বহর। সম্প্রতি গেরুয়া শিবির তাদের কেন্দ্রীয় নেতাদের বাংলায় এনে প্রচারের ঝড় তুলতে চাইছে। বারংবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরইমধ্যে আজ অর্থাৎ বুধবার রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, "বিজেপি বাংলায় ক্ষমতায় এলে তারা প্রশাসনিক কাজকর্মের জন্য নবান্নের পরিবর্তে ব্যবহার করবে পুরনো কলকাতার ঐতিহ্য রাইটার্স বিল্ডিং।" তিনি আরো বলেছেন, "রাইটার্স বিল্ডিং এর একটা ঐতিহ্য আছে। এই ভবনকে ঘিরে বাংলার মানুষের একটা আবেগ জড়িয়ে আছে। তাই বিজেপি এলে মহাকরণে ফিরবে সচিবালয়।"
তবে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে যে হঠাৎ করে নীলবাড়ি ছেড়ে লালবাড়িতে কেন এত উৎসাহ বঙ্গ গেরুয়া শিবিরের। এর উত্তরে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে নির্বাচনের প্রাক্কালে বিরোধীপক্ষ বারংবার বিজেপিকে বহিরাগত তকমা দিচ্ছে। তাই এবার বিজেপি বাঙালির আবেগকে কাজে লাগিয়ে নিজেদের বহিরাগত তকমা ঘোচাতে চাইছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে মহাকরণে বসতেন। তারপর ২০১৩ সালে রাজ্য প্রশাসনের সদর দপ্তরকে রাইটার্স থেকে সরিয়ে নবান্নতে নিয়ে যায় মুখ্যমন্ত্রী। আপাতভাবে বিল্ডিংয়ের ভগ্নদশার জন্য জায়গা পরিবর্তন করা হলেও শেষ ৮ বছরে মহাকরণের দিকে চেয়ে দেখেননি মুখ্যমন্ত্রী।