চোদ্দতলা নবান্ন‌ও আমাদের হবে, কলেজস্ট্রিটে বামেদের সমাবেশ থেকে হুংকার কমরেড দীপ্সিতা ধরের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/09/2022   শেষ আপডেট: 02/09/2022 5:28 p.m.
facebook.com/dipsita1993

মোদি-মমতাকে একযোগে তোপ দাগেন দীপ্সিতা

দেশের বিভিন্ন রাজ্য ঘুরে একদিন আগে বাংলায় প্রবেশ করেছে এসএফআইয়ের (SFI) জাঠা। ১ আগস্ট থেকে শুরু হ‌ওয়া এই কর্মসূচির পরিসমাপ্তি আজ‌ই। সেই উপলক্ষে কলকাতার কলেজস্ট্রিটে (College Street) আয়োজন করা হয়েছিল বিশাল সমাবেশ। সেখানেই এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধরকে (Dipsita Dhar) মোদি-মমতাকে একযোগে তোপ দাগতে দেখা গেল। বললেন, "তৃণমূল-বিজেপি দুই দলই আরএসএসের পরিবারের অংশ। তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে।"

কেন্দ্র-রাজ্যের বিরুদ্ধে আক্রমণ করে দীপ্সিতা বলেন, "তৃণমূল-বিজেপি দুই দলই আরএসএসের পরিবারের অংশ। তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। দুই দলের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক বিরোধী দল আমরাই, বামপন্থীরা। যদি রাস্তাগুলি আমাদের থাকে তবে আগামীদিনে লোকসভা, বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দতলা নব্বান্নও আমাদের হবে।"

প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে বামেদের একটিও আসন নেই বিধানসভায়। শূন্য হয়ে যাওয়া দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন মাননীয়া। এমনকি প্রাক্তন মেয়র তথা সিপিএমের রাজ্য সভার সাংসদ বিকাশ ভট্টাচার্যকেও ছাড়েননি তিনি। রাজ্যের প্রান্তে প্রান্তে চলছে আইন অমান্য আন্দোলন। আন্দোলন করতে গিয়ে জেল হয়েছে রাজ্য সম্পাদক মণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী। বিগত ৪৫ বছরে এমন ঘটনা ঘটতে দেখা যায়নি। তবু‌ও আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বামেদের এমন জ্বলে ওঠার অন্য মানে দাঁড়াচ্ছে বিশেষজ্ঞদের কাছে।