গণতন্ত্র শ্বাস নিতে পারছে না, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর হুঙ্কার রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/06/2021   শেষ আপডেট: 14/06/2021 8:26 p.m.
-

শুভেন্দু অধিকারী সহ একঝাঁক বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ ধনকরের

সরকার গঠন হতে না হতেই রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সংঘাত লেগে রয়েছে। বিধানসভা নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতিতে এই সংঘাত জোরালো থেকে জোরালোতর হতে শুরু করেছে। বিরোধীরা বারংবার অভিযোগ করে আসছেন রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে সন্ত্রাসের পরিবেশে চলছে। আর বিজেপি বিধায়কের সঙ্গে চা-চক্রের পর এই একই অভিযোগ তুললেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। তিনি বললেন, রাজ্যে আইন-শৃঙ্খলা নেই। পশ্চিমবঙ্গে গণতন্ত্র শ্বাস নিতে পারছে না। ভোট পরবর্তীকালে আইন-শৃংখলার চূড়ান্ত অবনতি হয়েছে পশ্চিমবঙ্গে।

এদিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে আলোচনা করার জন্য রাজভবনে পৌঁছেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। তাদের সঙ্গে চা-চক্রে যোগ দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সেখানেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হতে দেখা গেল তাকে। তিনি এই সাংবাদিক বৈঠকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বললেন, "ভোট-পরবর্তী রাজ্যে একাধিক জায়গায় অশান্তি হয়েছে। এই সমস্ত জায়গাগুলিতে কেন মুখ্যমন্ত্রী যাননি? বাংলায় গণতন্ত্র শ্বাস নিতে পারছে না। উর্দিধারীরা নিরপেক্ষভাবে কাজ করছে না। তৃতীয়বারের জন্য বাংলার মসনদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সত্বেও কোন কাজ হচ্ছে না।" এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে বলেও হুঁশিয়ারি দেন জগদীপ ধনকর।