টেবিলে সারি সারি নোটের বান্ডিল, ভাইরাল ভিডিও নিয়ে জাভেদ খানের বিরুদ্ধে কমিশনে সিপিএম
বামেদের দাবি যে ভাইরাল ভিডিওতে জাভেদ খান ঘনিষ্ঠ ধর্মেন্দ্রকে দেখা গেছে
একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। আগামীকাল ২৭ মার্চ প্রথম দফার নির্বাচন সম্পন্ন হবে। কিন্তু এরই মাঝে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে যে টেবিলজুড়ে থরে থরে সাজানো আছে টাকার বান্ডিল। সেখানেই কয়েকজন টাকা গুনে হিসাব করছে। আর তারপর ব্যাগের মধ্যে রাখছে সেই নোটের বান্ডিল। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিআইএম। বামেদের অভিযোগ, এই ভিডিওতে কসবার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ খানের ঘনিষ্ঠ ধর্মেন্দ্র সিং নামক এক ব্যক্তিকে দেখা গেছে। ওই ব্যক্তি টাকা ছড়ানোর জন্য হয়তো নোটের বান্ডিল হিসাব করছিল। কসবার সিপিএম পার্টি শতরূপ ঘোষ বলেছেন, "নির্বাচন কমিশন নগদ লেনদেন করা যাবে না বলে দিয়েছে। তাহলে এত টাকা ব্যাগে ভরা হচ্ছিল কেন এই ভিডিওতে কারা ছিল তার তদন্ত করতে হবে।"
অন্যদিকে জাভেদ খান ঘটনা প্রসঙ্গে বলেছেন, "ভিডিওটি নকল। ধর্মেন্দ্র বলে আমি কাউকে চিনি না। নির্বাচনের আগে তৃণমূলকে কালিমালিপ্ত করতে যারা ভিডিওটি বানিয়েছে তারাই ছড়িয়েছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোন যোগাযোগ নেই।" এছাড়া তিনি সিপিএম কসবা প্রার্থী শতরূপ ঘোষকে কটাক্ষ করে বলেছেন, "টানা তৃতীয়বার হারের ভয়ে মিথ্যা অভিযোগের রাজনীতি খেলছে সিপিএম। ভিডিওর নিরপেক্ষ যাচাই হলে সব সামনে চলে আসবে।"