আমেই আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রী, ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে চিঠি মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/07/2021   শেষ আপডেট: 09/07/2021 7:10 p.m.
মমতা বন্দ্যোপাধ্যায় instagram.com/mamataofficial

হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে : মমতা বন্দ্যোপাধ্যায়

এবার হাড়িভাঙ্গার আমেই আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওপার বাংলা থেকে পাঠানো রসালো উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) কৃতজ্ঞতা জানিয়ে এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।ঠিক কী লিখেছেন তিনি?‌ চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "শ্রদ্ধেয় হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙা আমের নাম শুনেছিলাম, আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’‌হাত ভরে বিলিয়েছি। ঐ আমের মধ্যে আপনার যে স্নেহ ও বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই।"

উল্লেখ্য, গত রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উভয়ের জন্যই ২৬০০ কেজি বা ৬৫ মণ মরশুমি ফল ‘হাড়িভাঙ্গা আম’ উপহার পাঠান হাসিনা (Sheikh Hasina)। এমনকী উপহার দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও। আর তাই মুখ্যমন্ত্রী তাঁর চিঠির শেষে লেখেন, ‘আমি সত্যিই আপ্লুত। শ্রদ্ধা নেবেন।’ এর আগে, জুনের ৩০ তারিখ ভুটানের (Bhutan) রাজা লোটে শেরিংকে পাঠানো হাসিনার উপহার সামগ্রীর মধ্যে ছিল ২০০০ কেজি আম, কাঁঠাল-সহ মোট ১৫০ বাক্স মরশুমি ফল। এমনকি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্যও হাড়িভাঙ্গা আম উপহার হিসাবে পাঠিয়েছেন শেখ হাসিনা।