মুকুল রায় ‘মূল ষড়যন্ত্রকারী’?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/12/2020   শেষ আপডেট: 06/12/2020 1:04 p.m.
মুকুল রায়

তৃণমূল বিধায়ক খুনে চার্জশিট দিল সিআইডি

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিআইডি৷ নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় শনিবার রানাঘাট আদালতে পেশ করা দ্বিতীয় অতিরিক্ত চার্জশিটে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷

গত বছর ৯ ফেব্রুয়ারি নদিয়ার হাঁসখালিতে বাড়ির কাছেই খুন হন সত্যজিৎ বিশ্বাস৷ খুব কাছ থেকে মাথায় গুলি করে খুন করা হয় তাঁকে৷ কয়েকদিনের মধ্যেই গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারী সহ আরও চারজন৷ নাম জড়ায় মুকুল রায়েরও৷ সিআইডি বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করে তাঁকে৷ এফআইআর–এ সন্দেহভাজন হিসাবে নাম ছিল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের৷ এ বছর সেপ্ঢেম্বরে জগন্নাথের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে৷ এবার চার্জশিটে ‘মূল ষড়যন্ত্রকারী’ হিসাবে ঢুকল মুকুল রায়ের নামটিও৷ অভিযোগ, খুনের আগে ও পরে দুষৃক্তীদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর৷ নানাভাবে মুকুল তাদের সাহায্যও করেছেন৷

মুকুল রায় জানিয়েছেন, আইনের শাসনে ভরসা আছে তাঁর৷ চার্জশিট দেওয়ার পিছনে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত– এমন ইঙ্গিত দিয়েছেন মুকুল৷ বলেছেন, ‘‘এটা একটা হাস্যকর ব্যাপার৷’’