কলকাতায় শিশুদের জন্য ‘ট্রাম লাইব্রেরী’— বিশ্বে প্রথম!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/11/2020   শেষ আপডেট: 15/11/2020 4:40 a.m.
ছবিতে বাঁ দিকে দ্য কলকাতা ইয়ং রাইডার্স ট্রামকার। -

শিশু দিবসে শিশুদের জন্য উদ্বোধন হলো এই পরিষেবার

দেশের একমাত্র ট্রাম পরিষেবা কলকাতাতেই। ১৮৭৩ সালে চলতে শুরু করে বারবার নিজেকে বদলে সময়ের সাথে নিজেকে মানানসই করে নিয়েছে কলকাতার ট্রাম। যখন শহর জুড়ে রব উঠছে ‘তুলে দাও ট্রাম’— তখনই ট্রাম পরিষেবা আরও উন্নত এবং আকর্ষক করতে চাইছে পশ্চিমবঙ্গ ট্রাম পরিবহন নিগম। সেই উদ্যোগের অংশ হিসাবেই শনিবার শিশু দিবসে শিশুদের জন্য ‘ট্রাম লাইব্রেরী’ চালু হলো কলকাতায়। ‘দ্য কলকাতা ইয়ং রাইডার্স ট্রামকার’ নামক এই উদ্যোগে শ্যামবাজার থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে গড়িয়াহাট রুটে এই পরিসেবা চালু করা হয়েছে। সারা বিশ্বে শিশুদের জন্য এমন উদ্যোগ এর আগে কোথাও নেই।

পশ্চিমবঙ্গ ট্রাম পরিবহন নিগম এবং এপিজে আনন্দ চিল্ড্রেন লাইব্রেরীর উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পের স্বাদ নিতে কোনো টিকিট কাটতে হবে না শিশুদের। টিকিট লাগবে বাবা মায়ের। তাও সাধারণ ট্রামের যা ভাড়া সেটাই।