ডিসেম্বরেই সম্ভবত রাজ্যে হস্তশিল্প মেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/11/2020   শেষ আপডেট: 05/11/2020 7:14 p.m.

নবান্নে সরকারের সঙ্গে গ্রামীণ শিল্পীদের বৈঠক

করোনা সংক্রমণের জেরে প্রায় ৮ মাস হয়ে গেল, সবরকম মেলা, জনসমাগম, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকায় রাজ্যের দুঃস্থ শিল্পীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবার তাদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ডিসেম্বর থেকেই রাজ্যে হস্তশিল্প মেলাগুলির জন্য ছাড়পত্র দেবে সরকার। তিনি জানান, শিল্পীরা নিজেদের মত স্টল বানিয়ে মেলাগুলো শুরু করতে পারেন এবং সরকারও প্রোমোট করবে এই মেলাগুলোকে।

এদিন বৈঠকে রাজ্যের বিভিন্ন স্তরের শিল্পীরা এবং বহু সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের অর্থনৈতিক সমস্যার কথা জানান মুখ্যমন্ত্রীকে। তাদের কথায়, বিভিন্ন গ্রামীণ, মফস্বল ও শহুরে মেলাগুলি এই সমস্ত শিল্পীদের রুটি রুজির মাধ্যম। তাই মেলাগুলি বন্ধ থাকায় তাদের রুজি রোজগারের অবস্থা খুবই খারাপ।

এরপরই তাদের সর্বতো ভাবে সাহায্যের আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে জানানো হয়, সম্ভবত ডিসেম্বর থেকেই মে ছাড়পত্র মিলবে।