বাগবাজার অগ্নিকাণ্ড: গৃহহারা-দের বাড়ি বানিয়ে দেবে পুরসভা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/01/2021   শেষ আপডেট: 14/01/2021 4:29 a.m.
twitter @FirhadHakim

আজ রাতে সকলের ঠাঁই উইমেন্স কলেজ এবং কমিউনিটি হলে

বাগবাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে গৃহহারাদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। পুরসভার পক্ষে তাদের বাড়ি বানিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন পুর প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আপাতত আজ রাতের জন্য ক্ষতিগ্রস্থদের বাগবাজার উইমেন্স কলেজ এবং সংলগ্ন চারটি কমিউনিটি হলে রাখার বন্দোবস্ত করা হয়েছে।

বুধবারের এই অগ্নিকাণ্ডে হাজারহাত বস্তি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু এই ঘটনা ঘটার মুহূর্তে শহরে উপস্থিত ছিলেন না ফিরহাদ হাকিম। তিনি ছিলেন গঙ্গাসাগর মেলায়। খবর পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তিনি ঘটনাস্থলে পৌঁছান। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে জানান বৃহস্পতিবার সকাল থেকেই তাদের বাসযোগ্য বাড়ি বানানোর কাজ শুরু করবে কলকাতা পুরসভা।