'পদ্মাপারের কবিকথা' নিয়ে বিশেষ অনুষ্ঠান রবীন্দ্র সদনে, থাকবেন বিশ্বজিত চক্রবর্তী, মধুবনী চ্যাটার্জী প্রমুখ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/08/2023   শেষ আপডেট: 02/08/2023 7:22 p.m.
By Unknown author - State Archive, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=47866012

রবীন্দ্রনাথের পদ্মা যাপন, এবং কালজয়ী সৃষ্টি নিয়ে বিশেষ অনুষ্ঠান আগামী ২০ অগস্ট

কেমন ছিল রবি ঠাকুরের পদ্মা-যাপন? জমিদারি কার্য সিদ্ধির উদ্দেশ্যে, শিলাইদহ অথবা শাহজাদপুরের দিনগুলো কেমনই বা কেটেছিল তাঁর? সেই সময় কী কী সৃষ্টি করেছিলেন কবি? এমনই কিছু না জানা গল্প নিয়ে, আগামী ২০ অগস্ট রবীন্দ্র সদনে (Rabindra Sadan) আয়োজিত হতে চলেছে 'পদ্মাপারের কবিকথা' (Padmaparer Kobikotha) অনুষ্ঠানটি। উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেতা বিশ্বজিত চক্রবর্তী (Biswajit Chakraborty), নৃত্যশিল্পী মধুবনী চ্যাটার্জী (Madhubani Chatterjee) প্রমুখ।

আগামী ২০ অগস্ট, রবিবার সন্ধ্যা ছটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। গানে, কথায় এবং নৃত্যে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তুলবেন অদিতি গুপ্ত (Aditi Gupta), মধুমিতা বসু (Madhumita Basu), বিশ্বজিত চক্রবর্তী, মধুবনী চ্যাটার্জীর মত গুণী শিল্পীরা।

মাত্র একশত টাকার টিকিটের বিনিময় আপনারা সাক্ষী হতে পারবেন এমন এক অপরূপ সন্ধ্যার। কোনও বয়সসীমা নেই। মাত্র তিন ঘণ্টার অনুষ্ঠানেই রবীন্দ্রনাথ সম্পর্কে জানবেন এমন কিছু অজানা তথ্য, যা আপনাদের মনের মণিকোঠায় চির স্মরণীয় হয়ে থেকে যাবে। টিকিট সংক্রান্ত যাবতীয় সাহায্য পাবেন 'বুক মাই শো' (Book My Show) এর দ্বারা।