কলকাতা পুরসভায় চাকরির নিয়োগপত্র দিয়ে ভুয়ো ইমেল! ধৃত ২

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/07/2022   শেষ আপডেট: 16/07/2022 5:56 p.m.

কলকাতা পুরসভার সচিবের নামে ভুয়ো ইমেল আইডি খুলে চলত এই প্রতারণা

কলকাতা পুরসভার সচিবের নামে ভুয়ো ইমেল আইডি খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের অভিযোগে গ্রেফতার দু'জন। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার তরফে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ঠিক কী ঘটেছে? খবর, কলকাতা পুরসভায় চাকরির নিয়োগপত্র মেল মারফত পেয়েছিলেন বেশ কয়েক জন। পরে জানা যায় সেই নিয়োগপত্র আসলে ভুয়ো।

বিষয়টি পুরসভার নজরে আনেন ‘প্রতারিত' এক যুবক। এরপরেই সাইবার ক্রাইম শাখায় এ বিষয়ে অভিযোগ করেন পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল। পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডলের অভিযোগের ভিত্তিতেই রুজু হয় মামলা। এরপর তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিজিৎ সাধু (২৭) এবং রকি মৃধা (৩০) নামে দুই তরুণকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছে। ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল, ল্যাপটপ এবং সিম কার্ড।