নয়া সংকট "হাইব্রিড করোনা", দ্রুত ছড়িয়ে পড়তে পারে বাতাসেও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/05/2021   শেষ আপডেট: 30/05/2021 4:22 p.m.

নতুন স্ট্রেনে ভারত এবং ব্রিটেনের স্ট্রেনের একাধিক বৈশিষ্ট্য রয়েছে

করোনা সংক্রমনের (Corona) দ্বিতীয় ঢেউ রীতিমতো নাজেহাল করে রেখেছে গোটা দেশবাসীকে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এই নতুন ভারতীয় স্ট্রেন বা B.1.617 দ্বিতীয় ঢেউয়ের সূচনা করেছে। এই ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের একাধিক রাজ্যে লকডাউন বা বিধি-নিষেধ আরোপ করা হয়। আপাতত আগের তুলনায় সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী হলেও এবার উদ্বেগ সৃষ্টি করছে হাইব্রিড করোনা। জানা গিয়েছে, এই ভেরিয়েন্ট রয়েছে ভারত এবং ব্রিটেনের স্ট্রেনের মারাত্মক বৈশিষ্ট্যগুলি। এটি সদ্য ভিয়েতনামে (Vietnam) হদিশ পাওয়া গেছে। গত শনিবার ভিয়েতনাম দেশের স্বাস্থ্যমন্ত্রী একটি জাতীয় সভায় বলেন, "আমরা ভারত এবং ব্রিটেনে পাওয়া করোনা ভাইরাস স্ট্রেন থেকে তৈরি একটি নতুন হাইব্রিড করোনা স্ট্রেনের হদিশ পেয়েছি। এই স্ট্রেনের বৈশিষ্ট্য হল এটি খুব তাড়াতাড়ি বাতাসে ছড়িয়ে পড়তে পারে। মানুষের গলায় ব্যাপকভাবে সংক্রমণ ঘটেছে এই নতুন ভেরিয়েন্ট। তবে এর সংক্রমণ হার বা কতটা ক্ষতিকারক তা এখনো জানা যায়নি।"

ভিয়েতনাম সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড এপিডেমিওলজি গতকাল একটি বিবৃতিতে জানিয়েছে, "বিজ্ঞানীরা জিন সিকোয়েন্সিং এর মাধ্যমে ৩২ জন রোগীর মধ্যে ৪ জনের মধ্যে নতুন স্ট্রেনের মিউটেশন শনাক্ত করেছেন।" প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রিল মাসে ভিয়েতনামে ৬ হাজার ৮০০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ জনের।