২৭ শে ডিসেম্বর : মহামারী প্রস্তুতি দিবস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/12/2020   শেষ আপডেট: 27/12/2020 12:45 p.m.
-

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

করোনা কাটেনি এখনো। ইতিমধ্যেই ব্রিটেন সহ ইউরোপের আটটি দেশ ও আফ্রিকাতেও নতুন রূপে সত্তর শতাংশ বেশি সংক্রামক চেহারায় ফিরে এসেছে করোনা। নাজেহাল বিশ্ব মানবসমাজ। বিধ্বস্ত শিল্প-বাণিজ্য-স্বাস্থ্য-শিক্ষা সহ সমগ্র বিশ্ব-অর্থনীতি। তবে এখানেই শেষ ভাবা কখনোই কাম্য নয়, এমনটাই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরবর্তী মহামারীর জন্যও প্রস্তুত থাকতে হবে আমাদের। তাই আজ, রবিবার, ২৭ শে ডিসেম্বর সমগ্র বিশ্বজুড়ে পালিত হচ্ছে মহামারী প্রস্তুতি দিবস। রাষ্ট্রসংঘ থেকে পৃথিবীর সমস্ত দেশ ও বড় সংগঠনগুলিকে এই দিনটি মহামারী-সাবধানতা দিবস হিসেবে স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

WHO-র ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস এদিন ভিডিও মারফত জানান এই মহামারীতে শুধুমাত্র মানবসমাজ নয়, বরং মানুষের স্তব্ধতার সাথে পশু পাখি ও সমস্ত পরিবেশের স্বাস্থ্যের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। এছাড়াও মহামারি ইতিহাসে একবার নয়, আগেও বহুবার হয়েছে। অথচ প্রতিবারই অনেক অর্থব্যয় করে তার মোকাবিলা করেছে মানুষ। কিন্তু মহামারী চলে গেলেই আমরাও তা ভুলে গেছি, কখনোই 'আবার আসতে পারে' ভেবে আগাম প্রস্তুত থাকিনি যা অদূরদর্শিতার পরিচয় বহন করে বলেও জানান তিঁনি। তাই স্বাস্থ্যব্যবস্থায় বিপুল বিনিয়োগ অপরিহার্য এবং দিনটি স্মরণে রাখাও অত্যাবশ্যকীয়, এমনটাই রব উঠেছে বিশ্বব্যাপী।