সুরে সুরে রবীন্দ্রসদনে চলছে 'শ্রদ্ধাজ্ঞলি' অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/03/2023   শেষ আপডেট: 12/03/2023 5:15 p.m.
facebook.com/sandhya.mukhopadhyay

উপস্থিত হৈমন্তী শুক্লা, ইন্দ্রানী সেন, শ্রীকান্ত আচার্য সহ আরও অনেকেই

মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (Mamata Banerjee, CM) উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় রবীন্দ্রসদনে চলছে 'শ্রদ্ধাজ্ঞলি' অনুষ্ঠান। গানে গানে স্মরণ করা হবে প্রয়াত সংগীতজগতের তিন নক্ষত্রকে। গতকাল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। প্রয়াত গীতশ্রীর প্রতিকৃতিতে মাল‌্যদান করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, ইন্দ্রানী সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মানসী মুখোপাধ্যায়, পল্লব ঘোষ, অরিত্র দাশগুপ্ত, আরফিন রাণা, মেখলা দাশগুপ্ত, জয়তী চক্রবর্তী, শোভন গাঙ্গুলি সহ আরও অনেকেই।

আজ, রবিবার রবীন্দ্রসদনে গানে গানে শ্রদ্ধা জানানো হবে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং সঙ্গীত নক্ষত্র বাপ্পি লাহিড়ীকে। কৌশিক সেন এবং তমালী ঘোষের সঞ্চালনায়, বিশিষ্ট সংগীতশিল্পীদের পদধূলিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে দুই নক্ষত্রকে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উষা উত্থুপ, শিবাজী চট্টোপাধ্যায়, জোজো, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, গার্গী ঘোষ, তালিকা চক্রবর্তী সহ আরও অনেকেই।

facebook.com/mounita.mukherjee.1