'সব বৃষ্টি রোম্যান্টিক হয় না' যশ নিয়ে ফের সতর্ক করলেন ঋতাভরী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/05/2021   শেষ আপডেট: 26/05/2021 1:11 p.m.
ঋতাভরী চক্রবর্তী instagram.com/ritabhari_chakraborty

যশ নিয়ে মানুষকে সতর্ক করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো তারকারাও

ইতিমধ্যেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘যশ’-এর (Cyclone Yaas) উপস্থিতি। মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ফুঁসছে সুন্দরবনের একাধিক নদী। নদীর জল ঢুকে গিয়েছে গ্রামগুলিতে। এবার বাঁধ ভাঙল সন্দেশখালিতে।ডুবে গিয়েছে ফেরিঘাট। পাশাপাশি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক জলস্ফীতি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর এলাকায়। সাগরের মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকেছে কপিলমুনির মন্দিরেও। উত্তাল দিঘা, তাজপুরের সমুদ্র। নারকেল গাছের মাথা পর্যন্ত ঢেউ পৌঁছে যাচ্ছে।

এই পরিস্থিতিতে ফের একবার সকলকে সাবধানে থাকার অনুরোধ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। পাশে দাঁড়িয়েছেন অন্যান্যরা। এদিন বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে ঋতাভরী লেখেন, “সব বৃষ্টি রোম্যান্টিক হয় না ভালো থাকুক উপকূলের ধারের মানুষরা। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।” আবার ঋতুপর্ণা লেখেন, “সুরক্ষিত থাকুন আর বাড়ির ভিতরে থাকুন। আমফান কতটা ক্ষতি করেছিল আমাদের সকলের মনে আছে। সকলের জন্য আমার প্রার্থনা এবং ভালবাসা রইল। দয়া করে সহযোগিতা করুন আর সুরক্ষিত থাকুন। সাহস আর কখনও হারাবেন না প্লিজ!”

যদিও এই মুহুর্তে বাংলাতে নেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবুও তিনি চিন্তিত হয়ে পড়েছেন। পাশাপাশি যশ নিয়ে মানুষকে সতর্ক করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো তারকারাও। অনেকেই হেল্পলাইন নম্বর শেয়ার করেছেন। গতকালই ফ্লাড সেন্টার ও সেফ হোমের কথা জানিয়েছিলেন দেব। কন্ট্রোলরুম নম্বর এবং নিজের অফিসের ফোন নম্বরও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বাদ যাননি নুসরত, বসিরহাট কেন্দ্রের মানুষদের সুরক্ষিত থাকার আবেদন জানিয়েছেন সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। চণ্ডীপুর এবং ব্যারাকপুর এলাকায় সক্রিয় দুই তারকা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এবং রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। গতকালই দেখা গিয়েছিল সোহম বন্যা প্রবণ এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। বাদ যাননি সৌরভ, গতকাল কুকুরদের আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন তিনি।