'গেন্দা ফুল' নয়, মুক্তি পেল 'গাঁদা ফুল', নেপথ্যে রয়েছেন রতন কাহার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/10/2020   শেষ আপডেট: 11/10/2020 1:39 p.m.
Genda Phool (গেন্দা ফুল) - youtube

অরিন্দম শীলের পরিচালনায়, বিক্রম-ইমন-দেবলীনাকে নিয়ে নতুন রূপে প্রকাশ পেল গেন্দা ফুল

আগে পুজো প্যান্ডেলে সাধারণত যেসব গান বাজত তার মধ্যে অতি জনপ্রিয় একটি গান 'বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল'। বাংলার মাটির গন্ধ মাখা গানে মিঠে সুর দিয়েছিলেন লোকসংগীত শিল্পী রতন কাহার। এবছর মার্চ মাসে বলিউডি গায়ক 'বাদশা' তাঁর অ্যালবাম 'গেন্দা ফুল' এ গানটি ব্যবহার করেন। কিন্তু সেখানে রতন কাহারের কোনো কৃতিত্ব স্বীকার করেনি তিনি।

তা নিয়ে চরম বিতর্কের মুখে পড়েন এবং সমস্ত স্তরের মানুষের কাছে সমালোচিত হন বাদশা। পরে অবশ্য রতন কাহারের নামটি তাঁর অ্যালবামে যুক্ত করে ভুল শুধরে নেন। বাংলার জনপ্রিয় এই আঞ্চলিক গানকে ফের একবার নতুন রূপে আনলেন পরিচালক অরিন্দম শীল। শনিবার, ১০ই অক্টোবর মুক্তি পেল 'গেন্দা ফুল' এর বাংলা রূপান্তর ' 'গাঁদা ফুল'।

এই ভিডিওর নেপথ্যে রয়েছেন রতন কাহার। এই মিউজিক ভিডিওটি নতুন ভাবে তৈরি করেছেন বিখ্যাত তবলা বাদক বিক্রম ঘোষ। রতন কাহারের সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। ভিডিওতে অভিনেত্রী, নৃত্যশিল্পী দেবলীনা কুমারের লাস্যময়ী নৃত্য মন কেড়েছে দর্শকদের।