বাবার মত শাসন হোক, কিংবা মায়ের মত আগলে রাখা, এমন কিছু বলি তারকার ভাই বোনেদের খোঁজ দিল পরিদর্শক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/10/2022   শেষ আপডেট: 26/10/2022 10:17 p.m.
instagram.com/siddhanthkapoor

বলিউডের কিছু মিষ্টি সম্পর্কের মুহুর্ত রইল আপনাদের জন্য

টক, ঝাল হোক বা মিষ্টি, ভাই বোনের সম্পর্ক কিন্তু অন্যতম সেরা সৃষ্টি। একজন সহোদর বা সহোদরা কিন্তু অভিভাবকের তুলনায় কোনও অংশে কম হন না। বাবার মত ঢাল হয়ে দাঁড়ানো থেকে, মায়ের মত স্নেহ, একে অপরকে আগলে রাখেন। এখন দীপাবলি তথা ভাইফোঁটার মরশুম। তাই আজ পরিদর্শক এমন কিছু বলিউড তারকার সহোদর এবং সহোদরার খোঁজ দেবে, যাঁরা থাকেন মূলত পর্দার আড়ালেই, কিন্তু ভাই বোনের জীবনে যাঁদের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ।

সাবা আলী খান পতৌদি - নাম শুনেই অনেকে আন্দাজ করে নিয়েছেন, নবাব পরিবারের অন্যতম রাজকন্যা তিনি। সইফ আলী খান (Saif Ali Khan) এবং সোহা আলী খানের (Soha Ali Khan) সহোদরা সাবা আলী খান (Saba Ali Khan Pataudi), তথাকথিত বলিউড তারকা নন। শর্মিলা ঠাকুরের এই কন্যা মন দিয়েছেন জুয়েলারি জিজাইনে। পর্দার আড়ালেই তিনি মূলত থাকতে পছন্দ করেন।

অর্পিতা খান - নিজের মায়ের জঠরে হননি, তবুও 'ভাইজান' সালমান খান (Salman Khan) এবং তাঁর দুই ভাই আরবাজ ও সোহেল মিলে পালক বোন অর্পিতাকে (Arpita Khan Sharma) করে রেখেছেন নয়নের মণি। কোনও অংশেই বুঝতে দেননি অর্পিতার আসল পরিচয়। তাঁদের সম্পর্ক সত্যিই নজির সৃষ্টি করেছে। অর্পিতা একজন ইন্টিরিয়র ডিসাইনার। অভিনেতা আয়ুশ শর্মা এবং দুই সন্তান নিয়ে তাঁদের সুখের সংসার।

ঋতিকা ভাবনানি - বলিউডের অন্যতম মিষ্টি ভাই বোন যুগল রণভীর সিং (Ranveer Singh) এবং তাঁর দিদি ঋতিকা ভাবনানি (Ritika Bhavnani)। অনেক ক্ষেত্রেই সাক্ষাৎকারে রণভীর বলে থাকেন, ছোটবেলায় দিদিই তাঁকে চকলেট খাওয়ানোর অভ্যাস ধরিয়েছেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ থাকাকালীন ভাইকে, রাখীও পাঠাতেন দিদি। মায়ের মত প্রতি ক্ষেত্রে দিদিই আগলে রাখেন বলে, দিদিকে 'লিটল মাম্মা' বলে ডাকেন বলিউডের 'বাজিরাও'।

কর্ণেশ শর্মা - বলিউডের 'পরী' অনুষ্কা শর্মার (Anushka Sharma) দাদা কর্ণেশ শর্মা (Karnesh Sharma)। একসময় ছিলেন দক্ষ ক্রিকেট খেলোয়াড়। অনূর্ধ্ব উনিশের দলে খেলেছেন কর্ণাটকের হয়ে। পরবর্তীতে বোন অনুষ্কার সঙ্গে হাত মিলিয়েছেন ছবির প্রযোজনায়। এই মুহূর্তে তিনি ' ক্লিন স্টেট ফিল্মস' এর সহ প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত রয়েছেন।

সিদ্ধান্ত কাপুর - শ্রদ্ধা কাপুরের (Sraddha Kapoor) সহোদর সিদ্ধান্ত কাপুর (Siddhant Kapoor) পর্দার আড়ালে থেকেও বেশ একটি প্রভাবশলী নাম। বিদেশ থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়েছেন তিনি। সহ পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন 'চুপ চুপ কে', 'ভুলভুলাইয়া'র মত ছবিতে।