Bappi Lahiri : মা-বাবা গাইতেন শ্যামা সংগীত তবে ছেলে পেয়েছিল 'ডিস্কো কিং'-এর তকমা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/11/2022   শেষ আপডেট: 27/11/2022 6:03 p.m.
instagram.com/bappilahiri_official_

আজ বাপ্পি লাহিড়ীর ৭০তম জন্মদিন

"আই অ্যাম এ ডিস্কো ডান্সার" শুনলেই প্রথমেই যে দু'জনের কথা মনে পড়ে, তার মধ্যে অন্যতম বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। আজ তাঁর ৭০তম জন্মদিন। তবে ধুমধাম করে পালনের জন্য আজ তিনি শারীরিকভাবে নেই আমাদের মাঝে। তবে বলিউড থেকে টলিউড কিংবা তথা বিশ্বে, সারাজীবন সংগীতপ্রিয় মানুষের হৃদয়ে থেকে যাবেন বাপ্পি লাহিড়ী। তাই বাপ্পিদাকে স্মরণ করে আজ ফের তাঁর অনুগামীরা গেয়ে উঠেছেন, 'ইয়াদ আ রাহা হ্যায় তেরা পেয়ার'।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম হয় বাপ্পি লাহিড়ীর। মা-বাবা দু'জনেই ছিলেন গানের জগতের মানুষ। গাইতেন শ্যামা সংগীত, বাংলা গান। কাজেই বাড়িতে বরাবরই ছিল গানের পরিবেশ। মাত্র তিন বছর বয়স থেকেই তবলা বাজাতেন বাপ্পি লাহিড়ী। কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে লতা মঙ্গেশকরের সামনেও তবলা বাজিয়েছেন বাপ্পি লাহিড়ী।

চেতলা বয়েজ স্কুল থেকে পড়াশোনা গায়কের। মাত্র ১৯ বছর বয়সেই মুম্বইয়ে পাড়ি দেন বাপ্পিদা। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। নয় হাজারেরও বেশি গান গেয়েছেন বাপ্পি লাহিড়ী। ১৯৮৬ সালে ৩৩টি ছবিতে ১৮০টি গান গেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেন বাপ্পি লাহিড়ী।

সব মোহ ত্যাগ করে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পরলোকগমন করেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী।