রাজার ছবি এবার রাজকীয় ভাবে প্রচার পাবে ফিফার মঞ্চে, মুক্তির আগেই আলোড়ন ফেলল 'পাঠান'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/12/2022   শেষ আপডেট: 15/12/2022 8:35 p.m.
instagram.com/gaurikhan

লম্বা বিরতির পর 'পাঠান' নিয়ে ফিরছেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান, সিনেমাপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে

বিশ্ব জুড়ে চলছে এখন বিশ্বকাপের মরশুম। ফুটবলপ্রেমী সাধারণ মানুষ থেকে তারকারা, প্রায় অনেকেই পাড়ি দিয়েছেন সুদূর কাতারে। এই কদিন ধরে ফুটবলারদের জাদুতে মোহিত হওয়ার পর, এবার আমাদের ভারতীয় 'বাজিগর' এর জাদুতে চমকিত হওয়ার পালা। কথা হচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রসঙ্গে। মধ্যপ্রাচ্য এবং আরবের দেশগুলিতে রয়েছে তাঁর বিশেষ কদর। এমনই এক সুবর্ন সুযোগের সৎ ব্যবহার করতে চলেছেন এবার তিনি। দীর্ঘ বেশ কিছু বছরের বিরতির অবসান ঘটিয়ে, বড় পর্দায় তিনি ফিরছেন তাঁর আসন্ন ছবি 'পাঠান' (Pathaan) নিয়ে। উল্লেখ্য, বলিউডের 'মার্কেটিং গুরু' কিং খান, এবার এই ছবির প্রচার করতে চলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে, অর্থাৎ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে।

ছবির প্রচারের দক্ষতার জন্য, কিং খান 'মার্কেটিং গুরু' হিসেবে পরিচিত। তাঁর অভিনীত ছবিই বেশি বিদেশের জমিতে প্রদর্শিত হয়েছে। একমাত্র ভারতীয় হিসেবে তাঁর জন্মদিনে, বিশ্বের সবচেয়ে বৃহৎ বহুতল 'বুর্জ খলিফা'তেও তাঁর নাম 'লেজার শো' দ্বারা আয়োজিত হয়ে থাকে। দীর্ঘ বিরতির পর তাই 'পাঠান' ছবির প্রচারেও তিনি আনছেন চমক। যেখানে ভারতীয় অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা নানারকম ভারতীয় 'রিয়েলিটি শো' (Reality Show) এর মঞ্চে গিয়ে ছবির প্রচার করেন, সেখানে বলিউড 'বাদশা' করবেন ফিফার মঞ্চে। আগামী ১৮ ডিসেম্বর, 'ফিফা বিশ্বকাপ ২০২২' এর চূড়ান্ত দিনে, তিনি উপস্থিত হবেন জিও সিনেমা স্টুডিওয় (JioCinema Studio)। সেখানেই তিনি দর্শকদের উদ্দেশ্যে জানাবেন তাঁর আসন্ন ছবির কথা। প্রায় সারা বিশ্ব সেদিন মজে থাকবেন আরও একবার, শেষবারের মত 'মেসি-ম্যাজিক' (Lionel Messi) উপভোগ করার জন্য। এমন এক আয়োজনে, ছবির প্রচারের মত ভাবনা, সত্যিই রাজারাই ভাবতে পারেন!

ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির গান 'বেশরম রঙ' (Besharam Rang)। বলিষ্ঠ ও সাহসী অবতারে লাস্যময়ী দীপিকা পাডুকোনের (Deepika Padukone) সঙ্গে, সাতান্ন বছর বয়সী 'যুবক' শাহরুখ খানের রসায়ন ইতিমধ্যে জমাটি হয়ে উঠেছে নেট দুনিয়ায়। শোনা গেছিল ফিফার চূড়ান্ত দিনে উপস্থিত থাকবেন বড় পর্দার 'মস্তানি' অর্থাৎ দীপিকাও। যদিও নিশ্চিতভাবে এ প্রসঙ্গে আর কিছু জানা যায়নি। আগামী বছর ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পাঠান'।