Jennifer Winget : ৩৭-এ পা রাখলেন জেনিফার, জন্মদিনে ফিরে দেখা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/05/2022   শেষ আপডেট: 30/05/2022 1:50 p.m.
instagram.com/jenniferwinget1

সদা লাস্যময়ী জেনিফার উইঙ্গেট, বয়স বাড়লেও যৌবন তাঁর নিত্য দোসর

(Happy Birthday Jennifer Winget) মাত্র বারো বছর বয়সে পা রেখেছিলেন তিনি রূপোলী দুনিয়ায়। কেটে গেছে পঁচিশটা বছর। ব্যর্থতা, বিষাদ, গড়া-ভাঙার মতো যাবতীয় প্রতিকূলতাকে অবলম্বনের সোপান করে, উঠেছেন সাফল্যের চূড়ায়। জেনিফার উইঙ্গেট (Jennifer Winget), বলিউডের টেলি-সাম্রাজ্যের একজন পরিশ্রমী, সফল রাজনন্দিনীর নাম। আজ তিনি সাইত্রিশ বছরে পা দিলেন।

বাণিজ্যনগরী মুম্বইয়ের গোরেগাঁওতে, ১৯৮৫ সালের ৩০ মে জন্ম-গ্রহণ করেন 'বেহাধ' (Beyhadh) খ্যাত জেনিফার। জেনিফার উইঙ্গেটের মা পাঞ্জাবি হলেও, বাবা ছিলেন মহারাষ্ট্রীয় খ্রিষ্টান। সেই কারণে তাঁকে তাঁর নামের জন্য, প্রায়শই অ-ভারতীয় বংশোদ্ভূত বলে মনে করা হয়।

১৯৯৫ সালে চলচিত্র 'আকেলে হম, আকেলে তুম' দিয়ে সিনে জগতে অভিষেক ঘটালেও, ২০০২ এ ছোটদের অন্যতম প্রিয় ধারাবাহিক 'শকা লকা বুম বুম' (Shaka Laka Boom Boom) দিয়ে তাঁর টেলি-সফর শুরু হয়। সেখানে তিনি 'পিয়া'র চরিত্রে অভিনয় করেন। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক, 'কসৌটি জিন্দেগি কে' (Kasautii Zindagi Kay) তে প্রেরণা এবং অনুরাগের সন্তান, স্নেহার চরিত্রে অভিনয় করেন। এরপর আস্তে আস্তে তিনি নিজের জমি পোক্ত করতে শুরু করেন। ২০০৪ সালে 'কার্তিকা' (Kartika) ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেন। চোখে গায়িকা হওয়ার এক আকাশ স্বপ্ন নিয়ে, শুরু হয় কার্তিকার সফর। এক লড়াকু, নিজের ইচ্ছেতে অনড় থাকা, অদম্য জেদী টিনেজারের প্রতিটি চারিত্রিকতাকে, পুঙ্খানুপুঙ্খভাবে জেনিফার তাঁর ক্যানভাসে ফুটিয়ে তোলেন।

এরপর একে একে 'কেয়া হোগা নিম্মো কা', 'কাহানি ঘর ঘর কি', 'কাঁহি তো হোগা', 'সঙ্গম' প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিকে বিভিন্ন বহুমুখী চরিত্রে জেনিফারের দক্ষতা পরিলক্ষিত হয়।

২০০৭ সালে 'দিল মিল গ্যায়ে' (Dill Mill Gayye) তে ডক্টর রিদ্ধিমার চরিত্রে দেখা যায় জেনিফারকে। তখন থেকেই তাঁর সঙ্গে সহ অভিনেতা করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) সখ্য যাপন শুরু হয়। জেনিফারের যাত্রাকে সবচেয়ে বেশি সুগম করতে সাহায্য করে, ২০১৩ সালের 'সরস্বতীচন্দ্র' (Saraswatichandra) ধারাবাহিকে কুমুদ দেশাইয়ের চরিত্র। খ্যাতির শীর্ষে সেই মুহূর্তে থাকা জেনিফারের জীবনে ২০১৬ এ আবার সোনার কাঠি ছোঁয়ায় বহুল চর্চিত ধারাবাহিক 'বেহাধ'। এই ধারাবাহিকের চরিত্রটি বেশ 'চ্যালেঞ্জিং' ছিল। উন্মাদ প্রেমিকা মায়া মেহরোত্রার ভূমিকায় জেনিফার সকলের মন জয় করেন। ২০১৮ সালে তাঁর 'বেপন্নাহ' (Bepanaah) ধারাবাহিকে জয়া সিদ্দিকীর চরিত্রে অভিনয়ও কম আলোচ্য ছিলনা।

জেনিফারের 'কোড এম' সিজন ২ (Code M Season 2) ওয়েব সিরিজটি আপাতত মুক্তির প্রতীক্ষায়। এটি একটি থ্রিলার, যেখানে জেনিফারকে ভারতীয় আর্মী অফিসার মনিকা মেহরার (Monica Mehra) ভূমিকায় দেখা যাবে।