Journalism Professor : সাংবাদিকতা বিভাগে শিক্ষক খুঁজছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

শ্রেয়া সাহা
প্রকাশিত: 30/07/2023   শেষ আপডেট: 30/07/2023 7:47 p.m.
facebook.com/sowelaktar.raj

শুধু সাংবাদিকতা নয়, অন্য দুটি বিষয়েও হবে নিয়োগ, জানুন শীঘ্রই

দমদমে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান শাখায় চলছে অধ্যাপক/অধ্যাপিকা নিয়োগ। সাংবাদিকতা ও ভিডিওগ্রাফি বিভাগ ছাড়াও সমাজবিদ্যা এবং ভূগোলের মতোন বিষয়ের জন্যও রয়েছে ফাঁকা পদ। সম্প্রতি রবীন্দ্রভারতীর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়েছে নির্দেশিকা। যেখানে 'Recruitment' শাখায় দেখা যাচ্ছে, Assistant Professor নিয়োগ করতে চলেছে রবীন্দ্রভারতী। তবে তা একেবারেই Full Time Contractual মোডে।

ইচ্ছুক প্রার্থীদের স্নাতকোত্তরে থাকতে হবে ৫৫ শতাংশ নম্বর। পাশ করতে হবে NET/SET এর মতোন পরীক্ষাও।

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অগস্টের ২১ তারিখের (বিকেল ৪) মধ্যে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ফর্ম ফিলাপে লাগবে ১০০০ টাকা। বাকিদের ৫০০ টাকা। এই সংক্রান্ত বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে।