শুরু হল ইন্দিরা গান্ধী ন্যাশনালে ভর্তি, আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/05/2023   শেষ আপডেট: 15/05/2023 11:20 p.m.
unsplash.com

আজ থেকেই শুরু হল জুলাই ২০২৩ বর্ষের ভর্তি প্রক্রিয়া

আর্থিক কারণে হোক কিংবা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাওয়ার কারণে হোক, অনেকেরই উচ্চস্তরে পড়াশোনা করার সুযোগ হয়ে ওঠে না। তবে এক্ষেত্রে সব সমস্যা নিমেষেই দূর করে দিতে পারে দূরশিক্ষা মাধ্যম। ভর্তির প্রক্রিয়া শেষ করে চলতি মাস থেকে ক্লাস শুরু করেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ এনএসওইউ। এবার পালা ইগনুর।

আজ থেকেই শুরু হল জুলাই ২০২৩ বর্ষের ভর্তি প্রক্রিয়া। চলবে ৩০ জুন পর্যন্ত। স্নাতক থেকে স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা-তে ভর্তি হওয়া যাবে। দারুন সুযোগ নিয়ে হাজির ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি।

ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই মিলবে সমস্ত তথ্য। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে ‘রেজিস্ট্রেশন’ করে আবেদনপত্র পূরণ করার সুযোগ মিলবে।