সুখবর! প্রকাশিত হল ২০২২ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষার বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/02/2022   শেষ আপডেট: 25/02/2022 9:01 a.m.

আবেদন শুরু ৩ মার্চ, ২০২২ থেকে, চলবে ২৪ মার্চ, ২০২২ পর্যন্ত

চাকরিপ্রার্থীদের কাছে সুখবর। প্রকাশিত হল ২০২২ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষার (WBCS) বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস (WBPSC) কমিশনের তরফে গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু ৩ মার্চ থেকে, চলবে আগামী ২৪ মার্চ মধ্যরাত অর্থাৎ রাত ১২ টা পর্যন্ত। যোগ্য প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারে।

-

প্রথমে প্রার্থীদের 'ওয়ান টাইম রেজিস্ট্রেশন'-এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। যাঁদের আগে থেকে নাম রেজিস্ট্রেশন করা আছে, আর নতুন করে নাম রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এরপর ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা www.wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। কমিশনের সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার সিলেবাস, যোগ্যতা, শূন্যপদের সংখ্যা পরে জানানো হবে।

জেনে নিন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষার খুঁটিনাটি তথ্য :

● আবেদন শুরু: ৩ মার্চ, ২০২২ (বৃহস্পতিবার)।

● আবেদন শেষ: ২৪ মার্চ, ২০২২ (বৃহস্পতিবার) মধ্যরাত ১২ টা পর্যন্ত।

● ফি জমা দেওয়ার শেষ দিন: ২৫ মার্চ, ২০২২ (শুক্রবার)।

● আবেদনপত্র সংশোধন: ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল।