"স্বামী বিবেকানন্দের পুর্নজন্ম হয়েছে নরেন্দ্র মোদি রূপে", দাবি বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/11/2022   শেষ আপডেট: 27/11/2022 9:17 p.m.
facebook.com/narendramodi

"এনারা নাকি বিজেপির মুখ!" কটাক্ষ কুণাল ঘোষের

কয়েকদিন আগে রানি রাসমনির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুলনা করেছিলেন বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। তা নিয়ে কম বিতর্ক হয়নি বিরোধী দলে। এবার সেই পথেই বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন তিনি দাবি করেন, স্বামী বিবেকানন্দ নাকি ফিরে এসেছেন। তাঁর পুর্নজন্ম হয়েছে নরেন্দ্র মোদি রূপে।

তাঁর কথায়, "মোদিজী যেভাবে মানুষের জন্য ভাবেন, কাজ করেন। তা দেখেই বোঝা যায় যে, স্বামীজি ফিরে এসেছেন মোদিজীর রূপে।"

এই নিয়েই মুখ খুললেন কুণাল ঘোষ। বলেন, "ওকে এখনই মানষিক রোগী ঘোষণা করে ব্যবস্থা করা হোক। যিনি বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে হারেন। প্রায় দশবার হেরে গিয়েছেন। ওনার মাথা তো এমনিতেই গিয়েছে। এনারা নাকি বিজেপির মুখ! এ তো বদ্ধ উন্মাদ। এমনতিই শুভেন্দুর চাহনি ভাল না। তার মধ্যে এরা যদি জোটে…।"