একাধিক ছাড় বিধিনিষেধে, তবে বন্ধ থাকছে ট্রেন-মেট্রো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/06/2021   শেষ আপডেট: 14/06/2021 4:50 p.m.
মমতা বন্দ্যোপাধ্যায় facebook.com/MamataBanerjeeOfficial

সকালে মর্নিং ওয়ার্কের জন্য খুলছে পার্ক ও উদ্যান

আগামী ১৬ জুন থেকে রাজ্যে শুরু হচ্ছে আনলক প্রক্রিয়া। তবে বিধিনিষেধ বহাল থাকছে পয়লা জুলাই অব্দি।

আজ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন,

১) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বেসরকারি সংস্থা খোলা থাকবে। তথ্যপ্রযুক্তি সংস্থা ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে।

২) ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু রাখা যাবে সরকারি অফিস।

৩) সকাল সাতটা থেকে ১১ টা পর্যন্ত শাক, সবজি, দুধের দোকান-সহ খুচরো দোকান খোলা থাকবে। অন্যান্য দোকান এবং রিটেইল শপ খোলা থাকবে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

৪) ৫০ শতাংশ লোক নিয়ে বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখা যাবে।

৫) সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শপিং মল, শপিং কমপ্লেক্স খোলা থাকবে। ৩০ শতাংশ মানুষ ঢুকতে পারবেন।

৬) বন্ধ থাকছে মেট্রো এবং লোকাল ট্রেন। এবং বাস পরিষেবা।

৭) সকালে মর্নিং ওয়ার্কের জন্য খুলছে পার্ক ও উদ্যান। তবে ভ্যাকসিনেশন ছাড়া কেউ ঢুকতে পারবেন না।

৮) ৫০ শতাংশ কর্মী নিয়ে করা হবে শ্যুটিং। তবে শুধুমাত্র যাদের ভ্যাকসিন নেওয়া হয়েছে।

৯) বিয়েবাড়িতে সর্বাধিক ৫০ জন।

১০) রাত ন'টা থেকে ভোর পাঁচটা বাড়ির বাইরে নয়।

১১) স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে দর্শক থাকতে পারবেন না।

১২) স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ।

১৩) সিনেমা হল, বিউটি পার্লার, স্পা বন্ধ।

১৪) ব্যাংক ১০টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা।

১৫) শেষকৃত্যে ২০ জনের বেশি নয়।

১৬) জরুরি পরিষেবা ছাড়া ট্যাক্সি, অটো বন্ধ।