বিজেপির বেটি বাঁচাও স্লোগান কোথায়? মণিপুর জ্বলছে, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/07/2023   শেষ আপডেট: 22/07/2023 9:10 a.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

বিজেপিকে মহিলারাই দেশ থেকে বের করে দেবে : মুখ্যমন্ত্রী

একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM)। শহিদ দিবসের প্রাক্কালে ধর্মতলার মঞ্চ থেকেই স্পষ্ট বার্তা দলনেত্রীর। ২৬টি দল নিয়ে তৈরি হওয়া বিরোধী জোটকে ধন্যবাদ জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ ভারতবর্ষে যে লড়াই হোক না কেন, তা ইন্ডিয়ার ব্যানারেই হবে। আমরা চেয়ারকে কেয়ার করি না। আমাদের কোনও চেয়ার চাই না। আমরা চাই বিজেপি বিদায় নিক। ইন্ডিয়া লড়বে, তৃণমূল সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারবে। ভারত জিতবে। মোদি হারবে। বিজেপি হারবে।"

মণিপুর ইস্যুতে মুখ্যমন্ত্রীর আক্রমণ, "মণিপুর জ্বলছে, বিজেপির বেটি বাঁচাও স্লোগান কোথায়? আগামী নির্বাচনে বিজেপিকে মহিলারাই দেশ থেকে বের করে দেবে।"

"দেশের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করে যাচ্ছে বিজেপি, মানুষের সঙ্গে জাতি-ধর্ম-সম্প্রদায়ের বিভেদ তৈরি করতে চাইছে", ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।