বঙ্গে পা দিয়েই কালীঘাটে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/03/2023   শেষ আপডেট: 17/03/2023 10:19 p.m.
facebook.com/yadavakhilesh

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

কলকাতায় সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলন, আর তাতে যোগ দিতে বঙ্গে পা রাখছেন দলের সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তবে বৈঠকের আগের দিনেই হাজির তিনি। উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের। বৈঠক শেষে খবর, ভোটের আগে জোটের প্রয়াস শুরু করেছে তৃণমূল এবং সমাজবাদী পার্টি। কালীঘাটের পার্টি অফিসে তাঁদের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়।

কলকাতায় এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, “এটা প্রথমবার নয়, ষষ্ঠবার আমি বাংলায় এলাম। ২০২৪ সালে মোদীকে কীভাবে আটকানো যাবে, রণকৌশল কী হবে তা নিয়েই বৈঠক।" প্রসঙ্গত, ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লখনউ গিয়ে অখিলেশ যাদবের সমর্থনে সভা করে এসেছিলেন। পাল্টা সমাজবাদী পার্টির তরফে তৃণমূলের হয়ে রাজ্যে এসে সভা করেছিলেন জয়া বচ্চন।