সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোট লিখে আত্মঘাতী গৃহবধূ, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/04/2021   শেষ আপডেট: 24/04/2021 6:27 a.m.
~pixabay

গৃহবধূর অভিযোগ ছিল, শ্বশুরবাড়ি থেকে তাকে নানা ভাবে অত্যাচার করা হতো

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সুইসাইড নোট লেখার পরে আত্মঘাতী হলেন জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি এলাকার এক গৃহবধূ। নেটাগরিকদের মধ্যে এই সুইসাইড-নোট অত্যন্ত ভাইরাল হয়ে গিয়েছে। এই ঘটনার জন্য ওই গৃহবধূ সরাসরি দায়ী করেছেন তার ননদ, শাশুড়ি এবং দিদিশাশুড়িকে। তার অভিযোগ, "আমার মৃত্যুর জন্য দায়ী আমার শাশুড়ি, ননদ এবং দিদিশাশুড়ি। আমাদের প্রণয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি পার্থের বাড়ির লোকেরা। বিয়ের পর থেকে আমার উপর বিভিন্ন ভাবে অত্যাচার চালানো হয়।" এমনকি তারা পণের জন্য বারবার দাবি জানিয়েছেন বলেও অভিযোগ ওই গৃহবধূ। এছাড়াও, গৃহবধূ অভিযোগ করেছেন, তার স্বামীর আরো একবার বিয়ে দেবার চেষ্টা করেছিলেন তার শাশুড়ি।

গত একমাস ধরে ওই গৃহবধূ অসুস্থ ছিলেন। কিন্তু তা সত্বেও তার শ্বশুরবাড়ির লোকেরা তার চিকিৎসা করায়নি বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম অনিতা হালদার। গত ছয় মাস আগেই বিবাহ হয় পার্থ এবং অনিতার। তবে মৃতার স্বামী পার্থ জানিয়েছেন এই ব্যাপারে তিনি কিছুই জানতেন না। পার্থ বলেছেন, "সম্পূর্ণ ঘটনার সময় অনিতা নিজের বাপের বাড়িতে ছিল। কি কারণে এবং কেন আত্মহত্যা করল তা কেউ জানে না। পাশাপাশি সুইসাইড নোটে কেন এরকম ভাবে মন্তব্য করা হয়েছে তার ব্যাপারেও জানিনা। আর কিছুদিন পরেই আমার বোনের বিয়ে। তার আগেই আমার বোনের বিরুদ্ধে অভিযোগ করেছে অনিতা। কিছুদিন আগে অনিতা নিজের হাত কেটে সেটা ভিডিও করে আমায় পাঠিয়ে বলেছিল আত্মহত্যা করবে। কিন্তু ঘটনার দিন রাত্রে বেলা কিন্তু আমাদের মধ্যে কোন অশান্তি হয়নি।" অন্যদিকে, মৃতার দাদা অভিযোগ করেছেন, তার বোনের উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা। এছাড়াও তার বোন অসুস্থ হয়ে পড়ার পরেও, শ্বশুরবাড়ির লোকেরা তার চিকিৎসা করায়নি বলে অভিযোগ করেছে মৃতার দাদা কৃষ্ণ দাস।