Diwali 2023; সেজে উঠছে মধ্যমগ্রাম, দীপাবলিতে পুরাণ এবং পরম্পরার মিশেলে থাকবে মণ্ডপ সজ্জা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/11/2023   শেষ আপডেট: 23/11/2023 8:49 p.m.
~নিজস্ব চিত্র

টেরাকোটার ঐতিহ্য থেকে ডাউহিল আতঙ্ক, কী কী ভাবে চমক দিতে প্রস্তুত মধ্যমগ্রামের কালী পুজো?

বাংলার মানুষের কাছে কালী পুজোর অন্যতম প্রাণকেন্দ্র হল মধ্যমগ্রাম। কলকাতা, বারাসাত ছাড়াও, আলোর উৎসবে নজর কাড়ে মধ্যমগ্রাম। অন্যান্যবারের মত এবারেও থাকছে কালী পুজোয় বিশেষ চমক। থাকবে যেমন একদিকে বাংলার প্রাচীন ঐতিহ্য, তেমন পাহাড়ি এলাকার ভৌতিক আতঙ্ক। আর কী কী থাকছে, সন্ধান করল পরিদর্শক।

ইয়ং রিক্রিয়েশন ক্লাব - মধ্যমগ্রামের অন্যতম উল্লেখযোগ্য সংঘ হল ইয়ং রিক্রিয়েশন ক্লাব। এইবারে তাঁদের মণ্ডপ সেজে উঠবে পশ্চিম মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ীর আদলে। সঙ্গে থাকবে বাংলার প্রাচীন ঐতিহ্য টেরাকোটা শিল্পের ছোঁয়া।

মৈত্রী সংঘ - কালী পুজোর অন্যতম অনুষঙ্গ হল ভৌতিক আবহ। তাই গা ছমছমে ভাব পেতে অবশ্যই দর্শন করুন মৈত্রী সংঘে। দার্জিলিংয়ের ডাউহিল অন্যতম ভৌতিক স্থান বলে খ্যাত। সেই ডাউহিল আতঙ্কই ফুটিয়ে তুলবেন মধ্যমগ্রাম মৈত্রী সংঘের উদ্যোক্তারা।

পূর্বাশা যুব পরিষদ - মধ্যমগ্রামের পূর্বাশা যুব পরিষদে এবারের কালী পুজোয় থাকবে এক বিশেষ চমক। অনেক জায়গায় মত এখানকার থিম তামিলনাড়ুর আদিযোগী হলেও, থাকবে দৃষ্টি-নন্দনের জন্য এক বিশেষ কৌশল। এখানকার আদিযোগীকে সঙ্গ দেবে দারুন আকর্ষনীয় লেজার শো।

মেঘদূত শক্তি সংঘ - পশ্চিমবঙ্গের ২৩টি জেলার বিশেষত্ব, যাবতীয় তথ্যাদি সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন মধ্যমগ্রামের মেঘদূত শক্তি সংঘের থিম থেকে। এই মণ্ডপের দেওয়াল জুড়ে থাকবে বাংলার প্রতিটি জেলার খুঁটিনাটি।

দোহারিয়া শৈলেশনগর যুবক সংঘ- সত্যজিৎ রায়ের ভক্তদের জন্য একটি দারুন চমক অপেক্ষা করছে মধ্যমগ্রামের দোহারিয়া শৈলেশনগর যুবক সংঘে। 'হীরক রাজার দেশে' র আদলে সজ্জিত হবে মণ্ডপ। দর্শনার্থীরা সাক্ষী হবেন এক দারুন অভিজ্ঞতার।

বালক ও কিশোর সংঘ -ভৌতিক পরিবেশের আমেজ প্রদান করতে প্রস্তুত মধ্যমগ্রামের পশ্চিম চন্ডিগড়ের বালক ও কিশোর সংঘের কালীপুজো। তাঁদের এবারের ভাবনা 'প্রেতমহল'।