কলেজে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/04/2023   শেষ আপডেট: 26/04/2023 4:03 p.m.
ব্রাত্য বসু facebook.com/BratyaBasuCultural

পোর্টাল দেখভাল করবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর

চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে কেন্দ্রীয় স্তরে অনলাইন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির ব্যবস্থা। মূলত কারচুপি রুখতে এবং ভর্তির প্রক্রিয়া আর সহজতর করতে এই পদক্ষেপ। মঙ্গলবার এই পোর্টাল সম্পর্কে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পোর্টাল নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, "এই বছর সিদ্ধান্ত নিয়েছি, কেন্দ্রীয় স্তরে অনলাইন পোর্টাল চালু করব।' এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষও ঘরে বসে এই পোর্টালে দেখতে পাবেন রাজ্যের কোন কলেজে কটি আসন রয়েছে। এবং কলেজে ভর্তির ক্ষেত্রেও এই পোর্টাল থেকেই করা যাবে টাকা পেমেন্ট।

সোমবারই ভর্তি নিয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর। রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি বা সরকারি অনুমোদিত কলেজে ভর্তিতে যাতে স্বচ্ছ্বতা আসে সে কারণেই রাজ্যে চালু হচ্ছে এই পোর্টাল। তবে পড়ুয়াদের কী সুবিধা হবে এতে? বলাবাহুল্য, এতদিন প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হতো। প্রতিটি কলেজেই ফর্ম ফিলাপ শুরু এবং শেষ হওয়ার দিনক্ষণও থাকত ভিন্ন। এতে নানান সমস্যার সম্মুখীন হতে হতো পড়ুয়াদের। বহু কলেজে অনেক আসন খালিও থেকে যেত। আবার অনেকেই ছোট কিছু ভুলের জন্য ভর্তি হতে পারতো না। সে সব অন্তরায়কে মাথায় রেখেই চালু হচ্ছে নতুন পোর্টাল।