হাওড়ার পর এবার মুর্শিদাবাদ! ফেসবুক 'বিতর্কিত' পোস্ট ঘিরে উত্তপ্ত বেলডাঙা, বাড়ছে উত্তেজনার পারদ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/06/2022   শেষ আপডেট: 12/06/2022 9:15 a.m.

বাড়ি ভাঙচুর, থানায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা

হাওড়ার (Howrah) পর এবার মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। এক কলেজ ছাত্রীর ফেসবুক পোস্ট ঘিরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সূত্রের খবর, উন্মত্ত জনতা থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেবল থানা নয়, সেই ছাত্রীর বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। আশপাশের একাধিক বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে মুর্শিদাবাদের বেলডাঙা, রেজিনগর, শক্তিপুর এলাকায় ১৪ জুন সকাল ৬ টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর গোটা দেশ উত্তাল। দেশের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন একদল মানুষ। পরিকল্পিতভাবে কিছু বিভেদকামী শক্তি হিংসা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। এমনই হিংসার পরিবেশ তৈরি হয়েছে হাওড়ার বিভিন্ন এলাকায়। এবার সেই আঁচ পৌঁছাল মুর্শিদাবাদেও।

ঠিক কী ঘটেছিল এদিন? বেলডাঙার বড়ুয়া কলোনির এক কলেজ ছাত্রী ফেসবুকে একটি 'বিতর্কিত' পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। সেই পোস্টের প্রতিবাদে প্রথমে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন একদল আন্দোলনকারী। তারপর আচমকাই সেই বড়ুয়া কলোনিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, ১৪-১৫ টির বেশি বাড়ি ভাঙচুর করা হয়েছে। বেলডাঙা থানা চত্বরে চলে ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়।

এদিকে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পাল্টা কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই সেই কলেজ ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ১৪ জুন সকাল ৬ টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ মুর্শিদাবাদের কিছু এলাকায়।