উপরাষ্ট্রপতি ধনকর‌ই, ৭০% ভোট পেয়ে হারালেন মার্গারেটকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/08/2022   শেষ আপডেট: 06/08/2022 9:37 p.m.
জগদীপ ধনখড় Twitter

৫২৮ ভোট পেয়ে মার্গারেট আলভাকে হারিয়ে দিয়েছেন জগদীপ

উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়ার আগে থেকেই জানা ছিল, রাজ্যপাল জগদীপ ধনকরের জেতা কেবল সময়ের অপেক্ষা কারণ সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন‌ বিজেপির‌ই হাতে। ফলতঃ জেতার জন্য প্রয়োজনীয় ভোট অনায়াসেই পেয়ে যাবেন তিনি। আর‌ হল‌ও তাই। ৫২৮ ভোট পেয়ে মার্গারেট আলভাকে হারিয়ে দিয়েছেন জগদীপ।

৭৮০ জন সাংসদের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কথা। জেতার জন্য প্রয়োজন ছিল ৩৭১ টি ভোট। ৭০% ভোট পেয়ে বিদায়ী উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। লোকসভার ৫৪৩ এবং রাজ্যসভার ২৪৫ জন সাংসদ রয়েছেন। এদের মধ্যে ৮ টি আসন খালি। ভোট দেননি তৃণমূলের ৩৪ জন সাংসদ। অর্থাৎ ৭২৫ জন অংশগ্রহণ করেছেন ভোটে।

বিজেপির ৩৯৪ জন সাংসদ ভোট দিয়েছেন জগদীপকে। ৫ মনোনীত সাংসদের ভোট‌ও ধনকরের ঝুলিতে। অন্যদিকে কংগ্রেস, এমকে স্ট্যালিনের ডিএমকে, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কেজরীবালের আম আদমি পার্টি এবং বামেদের ভোট গিয়েছে মার্গারেটের কাছে। সমর্থন পেয়েছে শিবসেনার ৮ সাংসদের‌ও। সবমিলিয়ে মোট ২০০ ভোট রয়েছে তাঁর কাছে।