প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরার শিরোপা জিতে নিল উত্তরপ্রদেশের ট্যাবলো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/01/2021   শেষ আপডেট: 28/01/2021 11:47 a.m.
উত্তরপ্রদেশের ট্যাবলো ~ Twitter

নির্মীয়মান রাম মন্দিরের নকশাই ছিল যোগীরাজ্যের আকর্ষণ

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সর্বাধিক সমালোচিত ও বিতর্কিত ট্যাবলোই জিতে নিল সেরার সন্মান। মোট সতেরোটি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবার কুচকাওয়াজে অংশ নেওয়া ট্যাবলোগুলির মধ্যে প্রথম হল নির্মীয়মান রাম মন্দিরের নকশার উপস্থাপক উত্তরপ্রদেশের ট্যাবলো। দ্বিতীয় স্থানে ত্রিপুরা ও তৃতীয় স্থানাধিকারী হল উত্তরাখণ্ড। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের কুচকাওয়াজে অংশগ্রহণ করে সবুজ সাথীর মডেল প্রদর্শণকারী পশ্চিমবঙ্গের ট্যাবলোও।

প্রজাতন্ত্র দিবসের এই ট্যাবলোগুলিতে বিভিন্ন রাজ্যের শিল্প, সংস্কৃতি, সাহিত্য, সমৃদ্ধি প্রভৃতিই তুলে ধরা হয়। সেখানেই এবারের উত্তরপ্রদেশের ট্যাবলোতে প্রদর্শণ করা হয় রাম মন্দিরের মডেল রেপ্লিকা, যাতে মহর্ষি বাল্মীকির আশ্রম, রামায়ণের কাহিনী, দীপোৎসব তুলে ধরা হয়। বিভিন্ন রামায়ণের মূল চরিত্রের বেশধারী অভিনেতা অভিনেত্রীরাও আকর্ষক করেন ওই ট্যাবলোকে। তবে ধর্মীয় কোনো বিষয় কীকরে কুচকাওয়াজে ঠাঁই পেতে পারে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও সেরার খেতাব তারাই ছিনিয়ে নিলেন। আজ উত্তরপ্রদেশের সরকারকে পুরষ্কৃত করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।