'হায়দ্রাবাদ' পাল্টে 'ভাগ্যনগর'! জোর সওয়াল যোগীর

স্পন্দন চট্টোপাধ্যায়
প্রকাশিত: 29/11/2020   শেষ আপডেট: 29/11/2020 1:36 p.m.
@myogiadityanath

"ফৈজাবাদ, এলাহাবাদ পাল্টালে হায়দ্রাবাদ কেন নয়!"

হায়দ্রাবাদ শহরে নির্বাচনী প্রচারে এসে খোদ হায়দ্রাবাদ শহরেরই নাম পাল্টে রাখার পক্ষে জোরালো দাবী তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন হায়দ্রবাদের মালকাজগিরি অঞ্চলে একটি জনসভায় যোগ দিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ফৈজাবাদের নাম পাল্টে অযোধ্যা আর এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগরাজ রাখা গেলে হায়দ্রাবাদেরও নাম পরিবর্তন করা যাবে।

এই পথসভা তেই বিহারের বিধায়ক আখতারুল ইমানের ' হিন্দুস্তান ' শব্দ উচ্চারণ নিয়ে আপত্তি করা নিয়ে প্রশ্ন তোলেন যোগী। বেলাগাম আক্রমন করে তিনি বলেন "ওরা হিন্দুস্তানে থাকবে আর হিন্দুস্তানের নাম নিতেই ইতস্তত করবে!"

নির্বাচনী সভা থেকে এদিন যোগী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনহিতকর কাজগুলির কথা মাথায় রেখে মানুষের উচিৎ বিজেপি প্রার্থীদের দিকে দিকে বিজয়ী করা, কারণ, বর্তমান সরকার এবং পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা মানুষের সমস্যা মেটাতে সম্পূর্নভাবে অপারগ।

প্রসঙ্গত, হায়দ্রাবাদে আগামী ১ ডিসেম্বর পুর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে যার ফলাফল প্রকাশিত হবে ৪ ডিসেম্বর।