অমরনাথ যাত্রায় বড়সড় নাশকতার ছক, দুই লস্কর জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/06/2022   শেষ আপডেট: 14/06/2022 9:31 a.m.
instagram.com/indianarmy.adgpi

পুলিশের দাবি, ২০১৮ সাল থেকেই এই দুই জঙ্গি ভারতে গা ঢাকা দিয়ে ছিল

উদ্দেশ্য ছিল অমরনাথ যাত্রায় নাশকতার ছক। সোমবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই কুখ্যাত জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, এই গুলির লড়াই দীর্ঘক্ষণ চলে। গোটা ঘটনায় এক পুলিশ কর্মী এবং স্থানীয় একজন জখম হয়েছেন। তবে অমরনাথে গিয়ে বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল নিরাপত্তা বাহিনী।

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, শ্রীনগরের বেমিনা এলাকায় একটি এনকাউন্টারে শ্রীনগর পুলিশ কর্তৃক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার দুই সন্ত্রাসীকে খতম হয়েছে। একজন পুলিশ সদস্যও সামান্য আঘাত পেয়েছেন। এই দুই জঙ্গিকে আগেও ধরার চেষ্টা হয়েছিল, যদিও তারা চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। তারপর থেকেই জম্মু-কাশ্মীর পুলিশ সুযোগের অপেক্ষায় ছিলেন।

লস্কর-ই-তৈবার কুখ্যাত জঙ্গি ২০১৮ সাল থেকেই ভারতে লুকিয়ে ছিল। পাকিস্তানের ফয়জাবাদের বাসিন্দা তারা। তাদের উদ্দেশ্য ছিল অমরনাথ যাত্রার সময় বড়সড় নাশকতা। যদিও তাদের উদ্দেশ্য সফল হয়নি। তার আগেই খতম করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার এই ঘটনাটিকে 'বড় সাফল্য' বলে আখ্যায়িত করেছেন।