ঝাঁসিতে ট্রাক্টর উল্টে মৃত সাত মহিলা, চার শিশু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/10/2021   শেষ আপডেট: 15/10/2021 9:08 p.m.

আহত আরও ৬

দশেরার দিনে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের ঝাঁসি। সূত্রের খবর, শুক্রবার ঝাঁসির চিরগাঁও অঞ্চলে একটি ট্রাক্টর উল্টে যায়। যার জেরে মৃত এগারো জন। মৃতদের মধ্যে সাতজন মহিলা এবং বাকি চারজন শিশু। ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

জানা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই ট্রাক্টরটির সামনে একটি পথ পশু চলে আসে। সেটিকে বাঁচানোর জন্য জোরে ব্রেক কষেন গাড়িচালক। আর তাতেই তাল সামলাতে না পেরে উল্টে যায় ট্রাক্টরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এগারো জনের।

দুর্ঘটনার বিষয়ে ঝাঁসি পুলিশের সিনিয়র সুপারিন্টেনডেন্ট শিবহরি মিনা জাতীয় সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ট্রাক্টর ট্রলির মাধ্যমে মধ্যপ্রদেশের পাণ্ড্যখার থেকে প্রায় ৩০ টি পরিবার এরাচের এক মন্দিরে যাচ্ছিল। মাঝরাস্তায় পথপশুকে বাঁচানোর জন্য গাড়িচালক আচমকাই ব্রেক কষেন। ঘটনার জেরে উল্টে যায় ট্রাক্টরটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশু এবং সাত মহিলার। তিনি আরও জানান, দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।