দুঃখজনক! বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন হঠাৎ-ই ভাঙল কুয়োর স্ল্যাব, মৃত অন্তত ১৩
উত্তরপ্রদেশের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিয়েবাড়ির আসর। জমিয়ে আড্ডা চলছে। চারদিকে খুশির রোশনাই। চলছিল গায়ে হলুদের পর্ব। একে অপরকে রাঙিয়ে তুলছিলেন সকলেই। অনুষ্ঠান দেখছিলেন কিছু আত্মীয়-পরিজন। উঠোনের পাশে যেখানে বিয়ের অনুষ্ঠান, তার অদূরেই একটি কুয়ো। পুরনো কুয়ো, কংক্রিটের স্ল্যাব দিয়ে বাঁধাই। তার উপরে বসে জনাকয়েক মহিলা, শিশু। জমিয়ে চলছিল বিয়ের অনুষ্ঠানের পর্ব। তার মধ্যেই যে আচমকা এমন বড় বিপত্তি ঘটতে পারে কে তা জানত!
বিয়ের অনুষ্ঠান চলাকালীন কুয়োয় পড়ে মৃত্যু হল মহিলা, শিশু-সহ অন্তত ১৩ জনের। ১৫ জনের বেশি মহিলা, শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগরের ঘটনা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। গায়ে হলুদ পর্বের সময় বেশ কয়েকজন মহিলা, শিশু উঠোনের অদূরে কংক্রিটের কুয়োর উপর বসে সেই অনুষ্ঠান দেখছিলেন। আচমকাই সেই বাঁধাই কুয়ো ভেঙে যায়। তৎক্ষণাৎ কুয়োয় পড়ে যান অন্তত ২৫ থেকে ৩০ জন শিশু, মহিলা। গ্রামবাসীদের চেষ্টায় জনা পনেরোকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১৩।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় বলেছেন, "উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আশা করছি, যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। স্থানীয় প্রশাসন সমস্ত প্রয়োজনীয় কাজ করছে।" কুশিনগরের জেলাশাসক এস রাজালিঙ্গম মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেছেন।