গুজরাটের নয়া মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্রভাই প্যাটেল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/09/2021   শেষ আপডেট: 12/09/2021 5:38 p.m.
twitter.com/BJP4Gujarat/

গতকাল আচমকা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার কথা জানান বিজয় রূপানি

সমস্ত জল্পনার অবসান। অবশেষে বিজয় রূপানির জায়গায় গুজরাটের নয়া মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্রভাই প্যাটেল (Bhupendra Patel)। রবিবার নয়া মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠকে বসে বিজেপির (BJP) পরিষদীয় দল। আর সেখানেই সর্বসম্মতিক্রমেই ভূপেন্দ্রভাই প্যাটেলকে, বিজয় রূপানির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর তাই গুজরাটের নয়া মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন ভূপেন্দ্রভাই প্যাটেলই।

গতকাল আচমকা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার কথা জানান বিজয় রূপানি। ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করে তিনি বলেন, "দল আমাকে যা দায়িত্ব দিয়েছে অনুগত সৈনিক হিসাবে আমি তা পালন করেছি। আমি গুজরাটের জনতাকে ধন্যবাদ জানাতে চাই গুজরাটে গত পাঁচ বছরে যে নির্বাচন বা উপনির্বাচন হয়েছে, সবকিছুতেই আমাদের জেতানোর জন্য। আমি এবার সংগঠনের দায়িত্ব সামলাব।"

এরপরেই আজ বিজেপি বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠকে ভূপেন্দ্রভাই প্যাটেলের নাম প্রস্তাব করেন স্বয়ং বিজয় রূপানি। আর শেষপর্যন্ত তাতেই সবাই সম্মত হন।