দেশীয় প্রযুক্তির তেজস থেকে ছোঁড়া যাবে পাইথন মিসাইল, মুকুটে নতুন পালক ভারতীয় বায়ুসেনার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/04/2021   শেষ আপডেট: 29/04/2021 4:37 p.m.
তেজস জেট বিমান - twitter

আজ ডিআরজিও গোয়াতে এই এয়ার টু এয়ার মিসাইলের ট্রায়াল রান করিয়েছে

ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) মুকুটে নতুন পালক লাগলো দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজসের (Tejas)জন্য। ভারতীয় বায়ুসেনার এই তেজস বিমান সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এবং খুবই হাল্কা যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান থেকে এবার ছোঁড়া যাবে ইজরায়েলের প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের পাইথন ৫ মিসাইল (Python-5)। আজ অর্থাৎবৃহস্পতিবার প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার ডিআরজিও গোয়াতে এই এয়ার টু এয়ার মিসাইলের ট্রায়াল রান করিয়েছে। তাতে এটি স্পষ্ট যে ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস এবার আরও বেশি শক্তিশালী হয়ে উঠল। এবার থেকে এই হাল্কা যুদ্ধবিমান আকাশে ওড়ার সময় শত্রুকে নিশানা করে পাইথন ৫ মিসাইল ছুটতে পারবে।

ইজরায়েলের এই পাইথন ৫ মিসাইল একটি উন্নত প্রযুক্তির স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। এই মিসাইল এর মাধ্যমে দৃষ্টির বাইরে থাকা লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানা করা যাবে। এই ক্ষেপণাস্ত্র তার নিশানা ১০০ শতাংশ ভেদ করার রেকর্ড রেখেছে। এই মিসাইল প্রায় ৩.১ মিটার লম্বা এবং ওজন প্রায় ১০৫ কেজি। এই মিসাইলে ১১ কেজির শক্তিশালী বিস্ফোরক দ্রব্য বহন করা যায়। এই ক্ষেপণাস্ত্র এতই নিখুঁত যে কোন একটি বিমানের বিশেষ অংশে যদি আঘাত করতে চায় তাহলে এই মিসাইল সেখানে গিয়ে আঘাত করবে। এমনকি এই যুদ্ধবিমানের অভিমুখ পরিবর্তন না করেই যেকোনো দিশাতে মিসাইল ছোঁড়া যাবে।