পিছিয়ে যাচ্ছে আইসিএসই(ICSE) এবং আইএসসি(ISC) পরীক্ষার সময়সূচী, জানুন কবে নেওয়া হবে এই পরীক্ষা?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2021   শেষ আপডেট: 17/04/2021 3:02 a.m.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড

সিবিএসই-র পরে এবার পিছিয়ে গেল আইসিএসই(ICSE) এবং আইএসসি(ISC) পরীক্ষার সমস্ত সময়সূচী। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বেড়েই চলেছে প্রতিদিন। এরকম পরিস্থিতিতে শুক্রবার দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো সংশ্লিষ্ট বোর্ডের তরফে। শিক্ষা দপ্তর জানিয়েছে, আগামী জুন মাসের প্রথম সপ্তাহের দিকে পরীক্ষার সমস্ত নতুন সময়সূচী জানিয়ে দেওয়া হবে। বোর্ড জানিয়েছে, "বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিস্থিতির ওপরে কড়া নজর রাখা হচ্ছে এবং আগামী জুন মাসের প্রথম সপ্তাহে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।" কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসেছিলেন বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে। সেখানেই এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনাদের জানিয়ে রাখি, গত বুধবার সিবিএসই বোর্ড তাদের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে দেয়। এছাড়াও তারা জানিয়ে দেয়, জুন মাসের প্রথম সপ্তাহে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে দ্বাদশের পরীক্ষার জন্য। উপরন্তু, যদি কোন ছাত্র-ছাত্রী অনলাইন পরীক্ষায় স্বাচ্ছন্দ্যবোধ না করে এবং সন্তুষ্ট না হয় তাহলে অফলাইন পরীক্ষার ব্যবস্থা খোলা রেখেছে সিবিএসই। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, "পড়ুয়াদের মঙ্গল সরকারের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।" এই কারণেই প্রথমে সিবিএসই এবং তারপর আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করলো সংশ্লিষ্ট বোর্ড।