আজ থেকেই শুরু ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণের রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/01/2022   শেষ আপডেট: 01/01/2022 10:32 a.m.

কীভাবে নাম নথিভুক্ত করবেন জেনে নিন বিস্তারিত

দেশে করোনার নতুন সংক্রমণ হু হু করে বাড়ছে। গোটা দেশ এখন তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে। এরমধ্যেই আগামী ৩ জানুয়ারি থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের শুরু করে করোনার টিকাকরণ। আর আজ থেকেই কোউইন অ্যাপে নাম রেজিস্ট্রেশন শুরু হচ্ছে বলে খবর। ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীরা এবার থেকে টিকা নিতে পারবেন। এবারে জেনে নেওয়া যাক কীভাবে নাম নথিভুক্ত করা যায় -

▪︎ প্রথমে কোভিডের সরকারি ওয়েবসাইট cowin.gov.in-এ যেতে হবে।

▪︎ তারপর তিনটি বিকল্পের যেকোন একটি বেছে নিতে হবে। প্রথমত, মোবাইল নম্বর ও ওটিপি। দ্বিতীয়ত, আরোগ্য সেতু অ্যাপ অথবা তৃতীয়ত, উমাং অ্যাকাউন্ট

▪︎ নাম রেজিস্ট্রেশন পর পছন্দের তারিখ, সময় নির্বাচন করতে হবে।

▪︎ এরপর টিকাকেন্দ্র নির্বাচন।

▪︎ এরপরেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

সরকারের তরফে জানানো হয়েছে ২০০৭ সালের মধ্যে বা তার আগে জন্মগ্রহণ যাঁরা করেছেন, তাঁরাই টিকা নিতে পারবেন। এক্ষেত্রে আধারকার্ড-সহ অন্যান্য পরিচয়পত্র গৃহীত হবে। পাশাপাশি দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ডও গৃহীত হবে বলে খবর। ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণের ক্ষেত্রে কেবল কোভ্যাক্সিন দেওয়া হবে বলে খবর।