রাজস্থানে জমি বিবাদের জেরে পুড়িয়ে হত্যা পুরোহিতকে, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/10/2020   শেষ আপডেট: 10/10/2020 2:03 p.m.

মন্দিরের জমি রক্ষা করতে গিয়ে পুরোহিতের হত্যায় রাজ্য সরকারকে বিঁধল বিরোধী শিবির, ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী গেহলটের

রাজস্থানের করৌলি জেলার বুকনা গ্রামে মন্দিরের জমি সংক্রান্ত বিবাদের জেরে ৫৫ বছরের প্রৌঢ় পুরোহিতকে পুড়িয়ে মারল দুষ্কৃতীরা। অভিযোগ, রাধাকৃষ্ণ মন্দিরের ৫.২ একর জমির দখল নিতে মূল অভিযুক্ত কৈলাশ মিনা বহুদিন ধরেই চেষ্টা করছিল। পুরোহিত বাবু লাল বৈষ্ণব এর বিরুদ্ধে রুখে দাঁড়ালে বুধবার ৫ জন দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে গায়ে আগুন লাগিয়ে দেয়। বৃহস্পতিবার সাওয়াই মান সিং হাসপাতালে মৃত্যু হয় পুরোহিতের।

এই নৃশংস হত্যাকান্ডে রাজ্য সরকারকে বিঁধেছে বিরোধী বিজেপি শিবির। মুখ্যমন্ত্রী অশোক গেহলট ট্যুইট করে বলেছেন, এই ধরনের নারকীয় ঘটনার সাথে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।