উন্নত হবে দেশীয় স্বাস্থ্যব্যবস্থা, ৫০ হাজার কোটি টাকার "ক্রেডিট ইন্সেন্টিভ"-এর ভাবনা মোদি সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/06/2021   শেষ আপডেট: 17/06/2021 8:21 p.m.
নরেন্দ্র মোদী instagram.com/narendramodi

কেন্দ্র নিজে গ্যারান্টার হয়ে প্রকল্পের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ঋণ দেবে বিভিন্ন সংস্থাকে

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ দেশজুড়ে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আছড়ে পড়েছিল। সম্প্রতি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও গোটা দেশজুড়ে জোর চর্চা চলছে যে খুব শীঘ্রই হয়তো ভারতের বুকে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে। এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য আগে থাকতেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে কেন্দ্র সরকার (Central Government)। তারা কোনদিনই দ্বিতীয় ঢেউ এর ভয়াবহতা দ্বিতীয়বার দেখতে চায় না। তাই মোদি সরকার ঘোষণা করেছে যে কেন্দ্র ৫০ হাজার কোটি টাকার ক্রেডিট ইন্সেন্টিভ দেবে। কেন্দ্র নিজে গ্যারান্টার হয়ে এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ঋণ দেবে বিভিন্ন সংস্থাকে। এই বিষয়ে গতকাল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi) একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, "গত এক বছরের বেশি সময় ধরে আমরা বিভিন্ন ক্ষেত্রে নানা অসুবিধার সম্মুখীন হয়েছি। এখনও সেসব শেষ হয়নি। বাধা-বিপত্তি এখনো রয়েছে।"

এছাড়াও তিনি জানিয়েছেন, "করোনা পরবর্তী সময়ে ভারতের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করে তুলতে হবে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। করোনা ক্ষত সামলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যেই এবার ৫০ হাজার কোটি টাকার ক্রেডিট ইন্সেন্টিভ দেবে কেন্দ্র।" প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই নগদ প্রবাহ বাড়াতে ৫০০ বিলিয়ন টাকা বাজারে ছেড়েছে। আরবিআই ২০২২ সালের মার্চ অব্দি স্বাস্থ্যখাতে বিভিন্ন সংস্থাকে লোন দেওয়ার জন্য এই টাকা ব্যবহার করবে।