পোস্ট অফিসের নয়া চমক মান্থলি ইনকাম স্কিম, খোলা যাবে ১০ বছর বয়সেই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/07/2021   শেষ আপডেট: 16/07/2021 3:56 p.m.

মান্থলি ইনকাম স্কিম ন্যূনতম ১ হাজার টাকা বিনিয়োগ করেও খোলা যাবে

বিভিন্ন ব্যাংকে অর্থ সঞ্চয় ছাড়াও অনেকেই টাকা সঞ্চয়ের জন্য বেছে নেন পোস্ট অফিসকে (Post Office)। এই পোস্ট অফিসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন নতুন অর্থ সঞ্চয়ী স্কিম আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে ব্যাংকের তুলনায় পোস্ট অফিস সুদের পরিমাণ অনেকটাই বেশি দেয়। এরইমধ্যে বর্তমানে পোস্ট অফিসে শুরু হতে চলেছে মান্থলি ইনকাম স্কিম (Monthly Income Scheme)। এটি এক ধরনের সঞ্চয়ী স্কিম যার মাধ্যমে একটি নির্দিষ্ট আমানত বিনিয়োগ করতে পারবেন এবং তার বদলে প্রতি মাসে বাঁধাধরা সুদ আদায় করতে পারবেন। পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমে সুদের হার ৬.৬ শতাংশ। মাত্র ১০ বছর বয়স হলেই পোস্ট অফিস স্কিম ব্যবহার করা যাবে। বিশেষ করে আপনার সন্তানের পকেটমানি বা শিক্ষার খরচের ব্যবস্থা করতে পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিম খুবই ব্যবহারযোগ্য হবে, তা বলার অপেক্ষা রাখে না।

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে ন্যূনতম বিনিয়োগ ১ হাজার টাকা করা যাবে। সিঙ্গেল হোল্ডার অ্যাকাউন্ট হিসেবে ৪.৫ লাখ টাকা ও জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক বিনিয়োগ করা যেতে পারে। বিনিয়োগ করার এক মাস পর থেকে মাসিক সুদ দেওয়া শুরু হবে। তবে মাসিক সুদ না তুলে নিলে সেটাই চক্রবৃদ্ধি সুদ লাগু হবে না। এই সুদ করযোগ্য এবং আয়কর আইন 80C এর অন্তর্গত। বিনিয়োগের ৫ বছর পর এই স্কিম ম্যাচিওর হবে। এরমধ্যে আমানতকারীর মৃত্যু হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং বিনিয়োগের অর্থ উত্তরাধিকারী পেয়ে যাবে। মৃত্যুর মাস অব্দি সুদের টাকা পাওয়া যাবে। আমানতকারীরা টাকা রাখার ১ বছরের মধ্যে সেই টাকা তুলতে পারবেন না। তবে তারপর ৩ বছরের মধ্যে সম্পূর্ণ আমানত ভাঙ্গিয়ে ফেললে পোস্ট অফিস ২ শতাংশ টাকা ডিডাকশন করবে।