পোষা কুকুরকে হাওয়ায় ওড়ানোর চেষ্টা, পশু নির্যাতন আইনে গ্রেফতার ভারতীয় ইউটিউবার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/05/2021   শেষ আপডেট: 27/05/2021 10:21 p.m.
ভারতীয় ইউটিউবার গৌরব শর্মা

ওই ইউটিউবারের বিরুদ্ধে মামলা করে বহু পশুপ্রেমী সংগঠন

পশু নির্যাতনের একটি মামলায় এবারে গ্রেপ্তার হলেন দিল্লির একজন ইউটিউবার। ৩২ বছর বয়সি ইউটিউবার গৌরব শর্মা কিছুদিন আগে একটি ভিডিও রেকর্ড করে তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপলোড করেছিলেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি তার পোষা কুকুর ডলারের পিঠে হিলিয়ামের বেলুন লাগিয়ে তাকে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। গৌরব চেষ্টা করছিলেন কি করে তার কুকুরকে আকাশে ওড়ানো যায়! ভিডিওতে দেখা যায় কয়েক সেকেন্ড পরে দ্বিতীয় তলের ব্যালকনি থেকে কেউ একজন এই কুকুরটিকে ধরে ফেলে, সম্ভবত ওই মহিলা তার মা। কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসামাত্রই একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

গৌরব শর্মা তার নিজের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করেন যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪০ লক্ষেরও বেশি। এই ভিডিও দেখে বহু পশুপ্রেমী মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন ইউটিউবার গৌরব শর্মার বিরুদ্ধে। পশুপ্রেমী সংগঠন পিপল ফর অ্যানিমেলের তরফ থেকে গৌরব শর্মার বিরুদ্ধে একটি মামলা করা হয় দিল্লির মালব্য নগর থানায়। পশু নির্যাতন আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলার পরবর্তীতে, গৌরব শর্মা একটি ভিডিও প্রকাশ করে সমস্ত পশুপ্রেমী মানুষের কাছ থেকে করজোড়ে ক্ষমা চেয়ে বলেন তিনি শুধুমাত্র যে তার পোষ্যকে সন্তানের মতো ভালবাসেন তাই নয়, তিনি তাকে কখনো হাতছাড়া করবেন না। এছাড়াও তিনি বলেন, ওই অ্যাক্ট করার সময় তিনি সমস্ত রকম সতর্কতা গ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি তার দর্শকদের এইরকম স্টান্ট করা থেকে বিরত থাকতে বলেছেন।