লক্ষাধিক শূণ্যপদে নিয়োগ করছে রেল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/12/2020   শেষ আপডেট: 16/12/2020 2:31 p.m.

আরআরবিতে শুরু হয়েছে প্রক্রিয়া

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মারফত ভারতীয় রেলে ১.৪ লক্ষ শূণ্য পদে নিয়োগ করা হবে। তিনটি পর্যায়ে নিয়োগের এই প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে। সমগ্র দেশের বিভিন্ন শহর মিলিয়ে ২.৪৪ কোটিরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে যার প্রথম পর্যায়ের নিয়োগ চলবে ১৫ থেকে ১৮ই ডিসেম্বর। দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া ২৮শে ডিসেম্বর থেকে একুশ সালের মার্চ পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের প্রক্রিয়া এপ্রিল থেকে জুন পর্যন্ত হওয়ার ঘোষণা করছেন রেলমন্ত্রক।

প্রতিদিন দুটো শিফ্টে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্কিং, স্যানিটাইজেশনের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা। মহিলা ও পিডব্লুডি পরীক্ষার্থীরা নিজেদের রাজ্যেই পরীক্ষাকেন্দ্র পাবে তবে পুরুষ পরীক্ষার্থীদের ক্ষেত্রে অন্য রাজ্যের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে হতে পারে। তবে সেক্ষেত্রে অতিরিক্ত ট্রেন চালানো হবে ও এক রাতের যাত্রাতেই তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে বলে আশ্বাস রেলের তরফ থেকে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীর তাপমাত্রা মাপা হবে এবং তা সন্দেহজনক হলে প্রবেশের অনুমতি পাবে না। সেক্ষেত্রে তাদের পরে আবার পরীক্ষা দেওয়ার জন্য দিন ও সূচী ধার্য করা হবে যা তাদের মোবাইল নম্বর ও ইমেল আইডিতে জানানো হবে।