অর্থনীতিতে তৃতীয় স্থান নেবে ভারত!
কী বলছে আন্তর্জাতিক সমীক্ষা?
চলতি বছরের সিইবিআর-এর রিপোর্টের ভিত্তিতে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। গত বছর ব্রিটেনকে ছাপিয়ে পঞ্চমে উঠে এলেও এবছর আবার ষষ্ঠ স্থানে নেমেছে। ব্রিটেনের 'সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ' এর রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ের মতো আর্থিক বৃদ্ধির হার বজায় রাখতে পারলে আগামী পাঁচ বছরে ব্রিটেনকে টপকে যাবে ভারত এবং ২০৩০-এ পৌঁছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। অবস্থান হবে আমেরিকা ও চীনের পরেই।
ওই সংস্থার রিপোর্টে আরও বলা হয়, করোনা পরবর্তী ভারতে উৎপাদনে প্লাবন আসার সম্ভাবনা রয়েছে এবং তার ওপর ভিত্তি করেই আগামী বছর ৯ শতাংশ ও ২০২২এ ৭ শতাংশ আর্থিক বৃদ্ধি ঘটবে। এই সমীক্ষায় আমেরিকা ও চীনের ওপরও বিশেষ আলোকপাত করা হয়েছে। আর্থিক বৃদ্ধির দৌড়ে এরা বাকি দেশগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে এবং তৃতীয়-চতুর্থ স্থানে থাকা জাপান ও জার্মানির থেকে অনেকটাই তফাতে অবস্থান করছে। তবে ২০২৮ নাগান আমেরিকাকে ছাপিয়ে চীন প্রথম স্থানাধিকারী হবারও সম্ভাবনা দেখা গেছে ওই রিপোর্টে।