আগুন লেগেছে পুনের সেরাম ইনস্টিটিউটে, ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/01/2021   শেষ আপডেট: 21/01/2021 10:34 p.m.
সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ছবি। -

কোভিশিল্ডের কারখানায় আগুন লাগায় উদ্বেগে গোটা দেশবাসী

আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে পুনের সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনাল গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। মনে করা হচ্ছে দুপুর তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটেছে। গোটা এলাকায় আগুনের জন্য কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউটের সামনে পৌঁছে গিয়েছে দমকলের ১০ টি ইঞ্জিন। তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অগ্নি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এরইমধ্যে পুনের দমকল বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, মঞ্জরীর কারখানার পঞ্চম তলায় আগুন লেগেছে। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে মেয়র মুরলীধর মোহল জানিয়েছেন ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন যাচ্ছে।

সম্প্রতি করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ড সরবরাহ করছে সেরাম ইনস্টিটিউট। তাদের পুনের এই ভবন থেকে গোটা দেশে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে সেরামে প্রচুর পরিমাণে করোনার টিকা মজুদ করা আছে। তাই সেখানে আগুন লাগায় রীতিমতো উদ্বেগে আছে গোটা দেশবাসী।