Corona Virus: কমল দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াল মৃত্যুহার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/01/2022   শেষ আপডেট: 29/01/2022 10:05 a.m.

চার রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে আজ বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য

দেশে দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই কমল। কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন। গতকালের তুলনায় প্রায় ৬ শতাংশ কম। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৭১ জনের। দৈনিক পজিটিভিটি রেট অনেকটাই কমেছে। বর্তমানে ১৩.৩৯ শতাংশ।

দেশে ১৬৫ কোটির বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। ৯৫ শতাংশের বেশি প্রাপ্ত বয়স্ক মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর ৭৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ করোনা টিকার দু'টি ডোজই পেয়েছেন। দৈনিক সুস্থতা হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন প্রায় ৩ লক্ষ ৩৫ হাজার ৯৩৯ জন। সুস্থতার হার ৯৩.৮৯ শতাংশ।

কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য আজ বিকেল সাড়ে তিনটের সময় কয়েকটি রাজ্যের সঙ্গে আলোচনায় বসবেন। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিসগড়ের করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। দৈনিক সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যুহার বৃদ্ধি নিয়ে চিন্তা।