নতুন ভারত গড়ার লক্ষ্যে উত্তরপ্রদেশ হবে উদাহরণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/01/2022   শেষ আপডেট: 21/01/2022 2:08 p.m.
নির্বাচন কমিশন

আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে যুব ও নারী কল্যাণমূলক চিন্তাভাবনাই স্থান পেল কংগ্রেস এর ইস্তেহারে

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনকে (Assembly election) পাখির চোখ করে কংগ্রেস আজ তাদের ইস্তেহার (Manifesto) প্রকাশ করল। ভারতবর্ষের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের বেকার সমস্যা ও যুবসমাজের অন্যসমস্ত সমস্যা দূরীকরণের কথায় ইস্তেহারে প্রাধান্য পেয়েছে। রাহুল গান্ধী (Rahul Gandhi) জানান, "উত্তরপ্রদেশের যুবকদের জন্য এই ইস্তেহার তৈরীর পিছনে মূলত কর্মসংস্থানের উদ্দেশ্যকেই গুরুত্ব দেওয়া হয়েছে।" দিল্লীতে দলের সদর দপ্তরে বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সম্মিলিত হয়ে "ভিশন ডিকুমেন্ট"-টি (Vision document) প্রকাশ করার সময় রাহুল গান্ধী বলেন, " উত্তরপ্রদেশের যুবসমাজ আজ কর্মহীন, কারণ দু-তিনজন শিল্পপতিকেই সমস্ত কাজের ভার দেওয়া হচ্ছে। রাজ্যের যুবকদের সঙ্গে আলাপ আলোচনা করে কর্মসংস্থান তৈরীর কৌশল রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" দলের তরফে জানানো হয়েছে ইস্তেহারটি যুবকদের কেন্দ্র করে হওয়ায় মূলত তাদের সাথে কথা বলেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশ কংগ্রেস -এর সাধারণ সম্পাদক (General Secretary) প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) জানান, "যুবকরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তা আমরা প্রত্যক্ষ করছি। প্রত্যেকটি রাজনৈতিক দল আসে এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়- ২৫ লাখ চাকরি, ৩০ লাখ চাকরি; কিন্তু কেউ বলেনা কিভাবে তারা এই প্রতিশ্রুতি পালন করবে। যুবকদের উদ্দেশ্যে তৈরী এই ইস্তেহারে কংগ্রেস ঠিক সেই কাজটাই করেছে। উচ্চশিক্ষিত এবং বেকার কর্মহীন যুবকদের কর্মসংস্থানে সহায়তা করাই আমাদের লক্ষ্য।" এছাড়া কংগ্রেসের ইস্তেহারে মহিলাদের স্বার্থে বলা হয়েছে যে তারা মহিলাদের জন্য ৪০ শতাংশ টিকিট সংরক্ষণ করবে। আগামী ১০ই ফেব্রুয়ারী থেকে ৭ই মার্চ ৭টি দফায় উত্তরপ্রদেশে নির্বাচন সম্পন্ন হবে।